অপরিচিত নম্বরে মিসড কল ব্যাক থেকে সাবধান ।। সিম ক্লোন : নতুন সাইবার অপরাধ
অপরিচিত নম্বরে মিসড কল ব্যাক
থেকে সাবধান ।। সিম ক্লোন : নতুন
সাইবার অপরাধ
সাইবার অপরাধ জগতের এক নতুন
নাম ‘সিম ক্লোনিং’। মোবাইল
ফোন ব্যবহারকারীর অজান্তে তার
সিমটির নকল তৈরি করে তা
ব্যবহার করা হল সিম ক্লোনিং।
প্রতিবেশী দেশ ভারতে এটি
দীর্ঘদিন ধরে আলোচিত হলেও
বাংলাদেশে বিষয়টি নজরে আসে
সম্প্রতি। সাইবার অপরাধের
সীমা বিস্তৃত হয়ে ঢুকে পড়েছে
মোবাইল ফোনে। তথ্য-প্রযুক্তিকে
ব্যবহার করে সাধারণ মোবাইল
সিম ব্যবহারকারীদের সিম ক্লোন
করছে অপরাধীরা। আর সেই সিম
দিয়ে চালিয়ে যাচ্ছে চাঁদাবাজি,
দেয়া হচ্ছে হত্যার হুমকিও। এমনকি
অপরাধীদের হাতে পৌঁছে যাচ্ছে
নির্দিষ্ট নম্বর, ব্যক্তিগত তথ্য,
ছবিসহ মোবাইলে সংরক্ষিত সব
গোপনীয় বিষয়। টেলিযোগাযোগ
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সূত্রে
জানা যায়, চুরি করা এসব তথ্য
নিয়ে তৈরি করা ক্লোন সিম
দিয়ে সহজেই ফোনকল করা ও
টেক্সট মেসেজ পাঠানো যায়। আর
মোবাইল ব্যাংকিং, এটিএম ও
ডেবিট কার্ড এর গ্রাহকদের জন্য
সিম ক্লোনিং তৈরি করতে পারে
ভিন্নমাত্রার সমস্যা। এতে পরিচয়
গোপন রেখে অপরাধ করে পার
পেয়ে যেতে পারে প্রকৃত
অপরাধীরা।এমনকি দুষ্কৃতকারীরা
নম্বরটি ব্যবহার করে কাউকে মৃত্যুর
হুমকি দিলে, চাঁদাবাজি কিংবা
অন্য যে কোনো অপরাধের সাথে
সংশ্লিষ্ট হলে দায়ভার চাপবে
সিমের প্রকৃত ব্যবহারকারীর ওপরই,
যার সর্বশেষ শিকার হয়েছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর
ড. আনিসুজ্জামান।
বাংলাদেশে মোবাইল ফোনের
সিম ক্লোন করা হচ্ছে। আর এ
নিয়ে চিন্তিত গোয়েন্দারা।
তাদের আশঙ্কা জঙ্গিসহ সংঘবদ্ধ
অপরাধী চক্র ক্লোন করা এই সিম
ব্যবহার করতে পারে। তবে
মোবাইল ফোন অপারেটররা দাবি
করছেন, তারা এখনো এরকম কোনো
অভিযোগ পাননি। বাংলাদেশে
ছয়টি মোবাইল ফোন অপারেটরের
এখন গ্রাহক সংখ্যা নয় কোটি ৩০
লাখ। আর গ্রাহক দিন দিন বাড়ছে।
কিন্তু অসচেতনার কারণে ঝুঁকিও
বাড়ছে।
কিভাবে বুঝবেন আপনি সিম
ক্লোনের শিকার
একটি সিম যেটি আপনি ব্যবহার
করছেন সেই সিমটি যদি অন্য কেউ
ব্যবহার করে কিংবা একই নাম্বার
যদি দেখেন একই সাথে দুইজন
ব্যবহার করে কিংবা হঠাৎ করে
যদি দেখেন আপনার সেল ফোনের
কানেকশন নাম্বার থেকে
ব্যালান্স কোন কারণ ছাড়াই কমে
যাচ্ছে তবে আপনি সিম ক্লোনের
শিকার। এছাড়া মূল সিম ছাড়াই
কম্পিউটারের মাধ্যমে মিসড কল
দিয়ে সিম ক্লোন করা সম্ভব।
কোনো গ্রাহক যদি অপরিচিত
ফোন থেকে পাওয়া মিসড কলে কল
ব্যাক করেন তাহলে তার সিম
ক্লোন হয়ে যেতে পারে।
দুষ্কৃতকারীরা বিশেষ একটি
সফটওয়্যার এর মাধ্যমে আপনার
নাম্বারটি ক্লোনিং করে। অর্থাৎ
আপনি যখন মিসড কল নাম্বারে কল
ব্যাক করবেন তখন একটি সফটওয়্যার
এর মাধ্যমে আপনার নাম্বারটি
ক্লোন হতে পারে। সিম ক্লোনিং
হলে আপনার সিমে রাখা ডাটা
ক্লোন নাম্বারে চলে যাবে। এবং
আপনার প্রাইভেসি ক্ষুন্ন হবে। যে
নম্বরগুলো থেকে ফোন আসে,
সেগুলোর শুরুতে +৯২, ৯০ অথবা ০৯
এই তিন ধরনের কোড থাকে।
মোবাইলের গ্রাহক যদি ফোন
রিসিভ করে ফেলেন, তাহলে অপর
প্রান্ত থেকে কল সেন্টারের কর্মী
সেজে কথা বলে জালিয়াতরা।
সংযোগ নির্বিঘ্ন আছে কিনা, তা
পরীক্ষা করতে গ্রাহককে তার
মোবাইলে ০৯ বা ৯০ চাপতে বলা
হয়। এই নম্বরগুলো চাপার পর যে
নম্বর থেকে ফোন এসেছিল, সেই
নম্বরে উল্টো কল যায় এবং সিম
ক্লোন হয়ে যায়। কল ধরতে না
পেরে গ্রাহক যদি পরে মিসড কলের
ওই নম্বরে কলব্যাক করেন, তাহলেও
একই পদ্ধতিতে সিম ক্লোন হয়।
সিম ক্লোনিং হয়ে গেলে যে
সমস্যা দেখা দিতে পারে
সাধারণত জঙ্গি কিংবা
দুষ্কৃতকারীরা আপনার নাম্বারটি
ব্যবহার করে আপনার জীবন বিপন্ন
করতে পারে। অর্থাৎ ওই নাম্বার
দিয়ে কেউ কাউকে মৃত্যুর হুমকি,
চাঁদাবাজি কিংবা জঙ্গি
কানেকশন করলে আপাতত দায়ভার
আপনার উপর বর্তাবে। কাজেই
আপনি আইন শৃঙ্খলা বাহিনীর
অপরাধী হিসেবে বিবেচিত
হবেন। পরবর্তীতে আরও নানাবিধ
সমস্যায় পড়তে পারেন। এছাড়া
মোবাইলের ব্যালেন্স খোয়া
যাওয়া, এটিএম ও ডেবিট কার্ড এর
পাসওয়ার্ড খোয়া যাওয়া এর
মোবাইলে থাকা ব্যক্তিগত ছবি,
ফোন নাম্বার ও ম্যাসেজ চলে
যেতে পারে দুষ্কৃতিকারীদের
হাতে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি বিভাগের
পরিচালক টেলিযোগাযোগ
বিশেষজ্ঞ প্রফেসর ড. কৌশিক
দেব বলেন, বাংলাদেশে মোবাইল
কোম্পানিগুলো 30MPCOM128G1
এলগারিদমের সিম ব্যবহার করে।
এই ধরনের সিম ক্লোন করার জন্য
মূলত পাঁচটি জিনিস লাগে। প্লেন
সিম কার্ড, সিম রিডার, সিমের
মধ্যে থাকা তিনটি নাম্বার যথা:
কেআই, আইএমএসআই,
আইসিসিআইডি, ওয়েফার কার্ড
প্রোগ্রাম রিডার এবং ওয়েফার
কার্ড সফটওয়্যার। এছাড়া ব্লুটুথ এর
মাধ্যমেও সিম ক্লোনিং হতে
পারে।
তিনি বলেন, অপরাধী বা
হ্যাকাররা যে কোন ব্যক্তির সিম
ক্লোন করতে পারেন। এটি বড়
ধরনের হুমকি তৈরি করতে পারে
যে কোন ব্যক্তির জন্য। চট্টগ্রাম
মেট্রোপলিটন পুলিশ কমিশনার
আব্দুল জলিল মন্ডল বলেন,
অপরাধীরা যে কোন ব্যক্তির সিম
এমন কি আমাার নিজের সিমও
ক্লোন করতে পারে। এটি প্রযুক্তির
নেতিবাচক ব্যবহার। পুলিশের
কাছে ক্লোন সিম ট্রেক করার
প্রযুক্তি আছে। তবে গ্রাহকদের
আরো সতর্ক হতে হবে।
এদিকে মোবাইল ফোন
অপারেটরদের দাবি তারা সিম
ক্লোন হওয়ার কোনো অভিযোগ
এখনও পাননি। পেলে
সচেতনতামূলক কর্মসূচি নেবেন।
সতর্ক হবেন যেভাবে
অপরিচিত নাম্বার থেকে মিসড
কল এলে আপনি কল ব্যাক করার
পূর্বে ভালো করে চিহ্নিত করবার
চেষ্টা করুন যে এটি কার নাম্বার।
অথবা কল ব্যাক করা বন্ধ করুন। মনে
রাখবেন সিম ক্লোনিং হতে হলে
মিসড কল আসবে। ডাইরেক্ট রিং
হলে সেটি রিসিভ করলে আপনি
সিম ক্লোনিং এর শিকার হবেন
না। মিসড কল এলেই সতর্ক হন। যদি
দেখেন আপনার সেল ফোনের
ব্যালান্স অকারণে কমে যাচ্ছে
সাথে সাথে কল সেন্টারে ফোন
করে জানান। এছাড়া ভুলেও যেন
নিজের মোবাইল ফোনটি অন্য
কারো হাতে না পড়ে সে
ব্যাপারে সতর্ক থাকা।
No comments