পাবলিক ,সরকারি ,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য কী
পাবলিক ,সরকারি ,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য কী?
..
যে সকল প্রতিষ্ঠানের সব কিছু সরকার পরিচালনা , নিয়ন্ত্রণ , হস্তক্ষেপ করে সে গুলো হলো সরকারি। সরকারের অধীনেই পরিচালিত হয় । অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানে সরকারের প্রত্যক্ষ প্রভাব বিদ্যমান
.
যে সকল প্রতিষ্ঠান পরিচালনা , নিয়ন্ত্রণের জন্য নিজস্ব রুলস ও রেগুলেশন রয়েছে ও এগুলোতে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না সে গুলো হলো স্বায়ত্তশাসিত।স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাজেটিং এরজন্য সরকারের উপর নির্ভরশীল হতেও পারে, নাও পারে।
..
যেসব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাজেটিং এর জন্য সরকারের উপর নির্ভরশীল সেগুলো হলো পাবলিক প্রতিষ্ঠান । পাবলিক প্রতিষ্ঠানে সরকার পরোক্ষ ভাবে হস্তক্ষেপ করতে পারে।অর্থাৎ যেসব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারের পরোক্ষ হস্তক্ষেপ রয়েছে সেগুলো পাবলিক প্রতিষ্ঠান ।
======
উদাহরণ
১. দেশে মোট পাবলিক বিশ্ববিদ্যালয়
=৩৮ টি (আরো দুটি চূড়ান্ত)
২. সরকারি বিশ্ববিদ্যালয়
= ৩৪ টি
৩. স্বায়ত্তশাসিতবিশ্ববিদ্যালয়
= ০৪ টি (ঢাবি, জাবি, রাবি, চবি )
No comments