মেশিন রিডেবল ভিসা (এমআরভি)


মেশিন রিডেবল ভিসা (এমআরভি)


(এমআরভি)

মেশিন রিডেবল ভিসা (এমআরভি) এ রয়েছে একটি “মেশিন রিডেবল জোন (MRZ) যা পাসপোর্ট বহনকারীর ব্যক্তিগত তথ্য এবং ভিসা সংক্রান্ত তথ্য বিবরণী ধারণ করে। MRZ লাইনে লুকায়িত তথ্য শুধুমাত্র নির্দিষ্ট মেশিনের মাধ্যমে পড়া যায় ফলে ভ্রমণ ডকুমেন্ট এর নিরাপত্তা বৃদ্ধি পায় এবং MRZ লাইন দ্রুততম সময়ে পড়া যায় ফলে বহিরাগমনে প্রক্রিয়াকরণ সময় কম লাগে। এমআরভি কম্পিউটারে মুদ্রিত।

কিভাবে করবেন এমআরভি:
www.visa.gov.bd এই ওয়েবসাইট এ লগ ইন করে ভিসা ফরম পূরন পূর্বক submit করবেন।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.