আর্টিফিশিয়াল ভালবাসা

দেশে যদি ভেজাল বিরোধী অভিযান চালানো হয়।তবে কোথায় ভেজাল বেশি পাবে জানেন? নিশ্চয় বলবেন অমুক পণ্য, তমুক পণ্য।ভাই থামেন অত দূর যাইতে হবে না। আশেপাশের তরুণ-তরুণীদের দিকে তাকান পেয়ে যাবেন।কারন এরা তো কে কয়টা প্রেম করতে পারে সে নেশায় লিপ্ত।প্রথম প্রথম এমন ঢং মারে দুনিয়াবির সত্যিকারের ভালোবাসা শুধু তার মাঝে আছে। ভাবখানা এমন যেন উনি পৃথিবীতে স্বর্গীয় দূত নেমে এসেছে। তারপর দু/চার দিন যাক নয়া ঢং আর নয়া রংয়ের একটা পাইলে পুরানটারে বাদ দিয়ে কেল্লাফতে। বিশেষ দ্রষ্টব্য পুরানটার কাছ থেকে এর মধ্যে যা হাসিল করার তা করে নিয়েছে।মাঝে মাঝে কিছু বুড়াও এই উদ্দেশ্য হাসিলে ভাগ বসায় টাইম পাস এই ভেবে।এখনতো আরও বিপদজনক যে একজন আরেকজনকে জিজ্ঞেস করে "আচ্ছা আমি কি তোমার ফাস্ট লাভ"। তাহলে ভাই বলেন আর Pure Love থাকলো কই?এখানে তো ফলের কালটার, প্রিজারবেটিভ ইত্যাদি দেয়া হচ্ছে না। কিন্তু কিছু সময় আনন্দ পাওয়ার জন্য ভালোবাসাটাকে আর্টিফিশিয়াল করে তুলছে।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.