ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার পদ্ধতি

ইংরেজি সাল থেকে ৫৯৩ বিয়োগ করলে
পাবেন
বাংলা সাল......
-
বাংলা ১ লা বৈশাখ সবসময় ইংরেজি এপ্রিল
মাসের ১৪ তারিখে শুরু হয় এবং অন্যান্য মাস
গুলো
ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে হয়ে
থাকে।
-
এবার জেনে নিন ইংরেজি মাসের কত
তারিখে
বাংলা মাস শুরু হয়।যেহেতু ইংরেজি ১৩-১৬
তারিখের মধ্যে বাংলা সব মাসের শুরুর দিন
থাকে
তাই কোডটি মনে রাখুন।
-
**কোডটি হলঃ- (৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫)
[[ কোড এর ব্যাবহার: ৪ মানে ইংরেজি ১৪
তারিখ,
৫ মানে ইংরেজি ১৫, ৬ মানে ১৬ তারিখ]]
উদাহরনঃ কাজী নজরুল ইসলামের
জম্ম:- ১৮৯৯ সালের ২৫ মে।
এখন ১৮৯৯ থেকে ৫৯৩ বাদ দিন থাকে ১৩০৬।
অর্থাৎ বাংলা ১৩০৬ সালে কাজী নজরুলের
জম্ম
সাল। এবার ২৫ মে থেকে বাংলা মাস বের
করুন।
আমাদের কোডের ১ম টি অর্থাৎ ৪ মানে
এপ্রিল
এর ১৪ তারিখ ১লা বৈশাখ।তারপর আছে ৫
মানে
১৫ মে অর্থাৎ ১৫ মে জ্যৈষ্ঠ মাসের ১
তারিখ।
তাই ১৫ থেকে ২৫ পর্যন্ত ১১ দিন অর্থাৎ ১১
জ্যৈষ্ঠ ১৩০৬ বাংলা কাজী নজরুলের জম্ম
সাল।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.