তুমি একা,বড় একা

"দিন শেষে তুমি ভীষণ একলা ...
খুব সকালে বিছানায় ফেলে আসা তোমার দুমড়ে মুচড়ে থাকা বালিশটার মত একলা !!
ব্যস্ততার সুযোগে প্রিয় গল্পের বইটার মলাটে পড়ে থাকা ধূলোর মত একলা !!
ক্লান্তিতে বাড়ি ফিরে ঘরের কোণে ছুড়ে ফেলা ব্যাগটার মত একলা !!
অবহেলায় প্লাগে লাগানো তোমার মোবাইলের চার্জারটার মত একলা !!
ল্যাম্পপোস্টের নিচে গুটিসুটি হয়ে শুয়ে থাকা কুকুরটার মত একলা !!
রিসাইকেল বিনে অবহেলায় পড়ে থাকা ফাইলটার মত একলা !!
ঐ রূপালি চাঁদটার শীতলতার মত একলা !!
ঐ অসম্ভব উত্তপ্ত সূর্যটার মত একলা !!
অনেক গল্পের পরের নীরবতাটুকুর মত একলা !!
দিন শেষে তুমি ভীষণ একলা ... স্বীকার করো আর নাই বা করো, তুমি ভীষণ একলা !!"

--মুশফিকুর রহমান আশিক

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.