জানা-অজানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য
জানা-অজানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য
১) বিশ্বের শতকরা ২৫ ভাগ ফার্মাসিটিক্যাল ঔষধের গাছ আসে আমাজন অরন্য থেকে।
২) আমাজনকে “পৃথিবীর ফুসফুস” বলা হয়।। কেনো বলা হয় জানেন? কারন, এটি পৃথিবীতে মোট উৎপাদিত অক্সিজেনের ২০% একাই সরবরাহ করে।
৩) গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।
৪) সর্বাধিক সীমানা-বেষ্টিত দেশ দুটি হচ্ছে চীন ও রাশিয়া (উভয় দেশ ১৪টি দেশ কর্তৃক সীমানা-বেষ্টিত)।
৫) বিশ্বের উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।
৬) আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্খের নাম – কিলিমাঞ্জারো।
৭) ঢাকার প্রাচীনতম মসজিদ হল – বিনত বিবির মসজিদ।
৮) এশিয়ার বৃহত্তম অরন্য – তৈগা।
৯) এশিয়ার বৃহত্তম দ্বীপ – বোর্নিও।
১০) মহামুনি বৌদ্ধবিহার অবস্থিত – রাউজান (চট্রগ্রাম)।
১১) রকস মিউজিয়াম অবস্থিত – পঞ্চগড়ে।
১২) ওয়াটার লু অবস্থিত – বেলজিয়ামে।
১৩) সড়ক দুর্ঘটনায় বিশ্বে শীর্ষ দেশ কোনটি? – নেপাল (২য় বাংলাদেশ)।
১৪) দেশের প্রথম কমিউনিটি রেডিও চালু হয় কবে কোথায়্? – ৬ অক্টোবর ২০১১, রাজশাহীতে।
১৫) বাংলাদেশে প্রথম ভিক্ষুক জরিপ চালানো হয় কবে? – ৩০ সেপ্টেম্বর ২০১১।
১৬) দেশীয় ব্রান্ডের ল্যাপটপ দোয়েল বাজারে আসে কবে এবং এর প্রস্তুতকারক কে? – ১১ অক্টোবর ২০১১, টেলিফোন শিল্প সংস্থা।
১৭) লিবিয়ায় ন্যাটো বাহিনী কবে অভিযান শুরু করে? অভিযানের নাম কি ছিল? – ১৯ মার্চ ২০১১, অপারেশন অডিসি ডন।
১৮) ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতি জলে – ৭ ডিসেম্বর ১৯০১ সালে আহসান মঞ্জিলে।
১৯) এলিট বাহিনী র্যাব আনুষ্ঠানিক যাত্রা শুরু করে – ২৬ মার্চ ২০০৪।
২০) বাংলাদেশ বর্ডার গার্ডের সর্বপ্রথম দেয়া নাম – রামগড় লোকাল ব্যাটালিয়ন।
২১) বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা – ১২ নটিক্যাল মাইল।
২২) দেশে প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে – জনতা ব্যাংক।
২৩) বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর – এ এন এম হামিদুল্লাহ।
২৪) UNESCO সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষনা করেছে – ৬ ডিসেম্বর ১৯৯৭।
২৫) একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না!!
২৬) বাদুড়ের পায়ের হাড্ডি এতটাই নরম যে, এরা হাঁটতে পারে না!!
২৭) ব্রেইন মানুষের দেহের মোট আয়তনের মাত্র ২% হলেও দেহে উৎপন্ন মোট শক্তির ২০ ভাগেরও বেশী খরচ করে সে একাই! আশ্চর্য না?
২৮) সমুদ্র সমতল থেকে হিসেব করলে পৃথিবীর দ্বিতীয় সবোর্চ্চ শৃঙ্গ পাকিস্তান ও চীন সীমান্তের কে-টু পাহাড়। এর উচ্চতা ২৮ হাজার ২৫১ ফুট (৮ হাজার ৬১১ মিটার)।
২৯) মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে - মেলানিন।
৩৯) ১৫ মে ২০১০ জাতিসংঘের সদর দপ্তরে কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হয়? - ‘থ্রি ইডিয়টস’।
৪৯) ২০১০ সালে কোথায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য উন্মোচন করা হয়? - সাংহাই, চীনে।
৫৯) স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়? - নাইট্রিক এসিড।
৬০) কোন আরব দেশ সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? - ইরাক।
৬১) অং সান সুচি দেড় দশকের গৃহবন্দী থেকে মুক্তি পান কবে? - ১৩ নভেম্বর ২০১০।
৬২) প্রাচীন মিসরে তরুণীরা দিনের শুরুতে মাথায় জমাট বাঁধা পশুর চর্বি দিয়ে রাখত। পরে সূর্যের তাপে গলে চুলে মিশে যেত এই চর্বি। ওটাই ছিল তাদের চুলের কন্ডিশনার।
৬৩) ১৮৭০ সালে মার্কিন সেনারা মাথায় বিশেষ ধরনের টিনের টুপি পরত। এর ওপর লাগানো থাকত প্রদীপ। টুপির ভেতরেই থাকত তেল। রাতের আঁধারে পথ চলতেই এ ব্যবস্থা।
৬৪) ১৯৪২ সালে মার্কিন ক্যাপ্টেন সিরিল জোনস বিমান থেকে লাফিয়ে নেমেছিলেন সুমাত্রা জঙ্গলে। তবে মাটি ছোঁয়া…র আগেই গাছের ডগায় তাঁর প্যারাসুট আটকে যায়। শত্রুদের হাতে ধরা পড়ার আগে ঝাড়া ১২ দিন শূন্যে ঝুলে ছিলেন তিনি। আর এ সময়ে তাঁকে খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছিল একটি বানর!
৬৫) শুধু লন্ডনে গ্রাফিতি তথা দেয়ালচিত্র পরিষ্কার করতে সরকারকে বছরে খরচ করতে হয় প্রায় এক হাজার কোটি টাকা!
৬৬) ১৯৯৫ সালের চেয়ে এখন গ্রাফিতি চর্চা বেড়েছে পাঁচ গুণ।
লেখকঃ মোঃ আব্দুর রাজ্জাক
No comments