নির্দিষ্ট বিষয়ে স্বচ্ছ ধারণা রাখুন—সুশান্ত পাল
মৌখিক পরীক্ষা নিয়ে একটা কথা বেশ প্রচলিত। এই পরীক্ষায় নাকি ভালো করার অন্তত ১০০টি উপায় আছে, যেগুলোর একটাও ভাইভা বোর্ডে কাজে আসে না! তাই বলে কি প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিতে যাবেন? ‘সেটা উচিত হবে না’—সচেতন ব্যক্তিমাত্রই আপনার উত্তর হবে এটা। তাই ভাইভা সম্পর্কে কিছু বিষয় অন্তত মাথায় রাখতেই হয়। যেমন—
* পরীক্ষকের চোখে চোখ রেখে কথা বলুন।
* সিভিল সার্ভিস, আপনার পাঠ্য বিষয়, ক্যাডারের প্রথম ও দ্বিতীয় পছন্দের বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখুন।
* ইংরেজিতে কথোপকথনের চর্চা করুন। তবে এমন কারও সঙ্গে নয়, যে শুধু ভুলই ধরিয়ে দেয়।
* আত্মবিশ্বাস ভেঙে দেয় কিংবা আপনাকে আপনার মতো থাকতে দেয় না, এমন কিছু শুনবেন না, করবেন না।
* যাঁরা বোঝেন না, তাঁরাই বলেন বেশি। বাড়িয়েও বলেন। তাঁদের পরামর্শ এড়িয়ে চলুন। ‘ভুল’ বোঝার চেয়ে না বোঝা ভালো।
* এই কদিনে নিজেকে বদলাতে যাবেন না। পারবেনও না। সেই পুরোনো ‘আমি’টাকেই সুন্দরভাবে উপস্থাপন করতে শিখুন।
* কী কী পড়বেন, সেটা ঠিক করার চেয়ে বেশি জরুরি হচ্ছে কী কী বাদ দিয়ে পড়বেন, সেটা ঠিক করা।
* পরীক্ষার অন্তত এক সপ্তাহ আগে থেকে একাধিক দৈনিক পত্রিকায় নিয়মিত চোখ রাখুন।
* নিজেকে উৎসাহী শ্রোতা হিসেবে উপস্থাপন করুন। মৌখিক পরীক্ষায় বেশি সময় রাখলেই বেশি নম্বর পাবেন, এ ধারণা বোধ হয় ভুল। আমি ছিলাম চার-পাঁচ মিনিট।
* ইতিবাচক আচরণ, মানসিক পরিপক্বতা, উপস্থিত বুদ্ধি, সুনির্দিষ্ট বিষয়ের ওপর স্বচ্ছ ধারণা—এই ব্যাপারগুলো আয়ত্তে রাখুন।
সবশেষে বলি, সাফল্য কখনোই ধরা দেয় না, সাফল্য অর্জন করতে হয়। অতএব, নিজের ওপর আস্থা রাখুন। লক্ষ্য অনুযায়ী কাজ করুন। সাফল্য ধরা না দিয়ে পারবেই না।
[ তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো]
No comments