কিভাবে Gmail অ্যাকাউন্ট খুলবেন নাম্বার ছাড়া!!

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ উপরের Titile দেখে অনেকই বুঝতে পারছেন, কিভাবে Gmail অ্যাকাউন্ট খুলবেন নাম্বার ছাড়া অ্যান্ড্রয়েড দিয়ে।
আমাদের দৈনন্দিন কাজে অনেকেরই অনেকগুলো ইমেইল এর প্রয়োজন হয়। কিন্তু মোবাইল নাম্বার ভেরিফিকেশন এর জন্য অনেকেই বেশি ইমেইল খুলতে পারেন না। আমার এই টিউনটি তাদের জন্যই যারা অনেকগুলো ইমেইল চান মোবাইল নাম্বার ভেরিফিকেশন ছাড়া।
প্রথমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল এর Settings তারপর Account & Sync এ যান তারপর Add Account এ ক্লিক করুন এখন Google এ ক্লিক করুন। এখন Create A New Account e ক্লিক করুন এখন আপনার নাম দিয়ে Next এ ক্লিক করুন। তারপর Date of Birth দিন। এখন Username দিন মানে sddsdsd@gmail.com এইখানে "sddsdsd" এর জায়গায়  কি দিতে চান তা দিন। তারপর Password দিন এখন মোবাইল নাম্বার চাইবে Skip করে দিন। খুলে গেলো আপনার জিমেইল নাম্বার ছাড়া।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.