OTG এবং OTA মানে কি?

১. OTG :
otg মানে on the go । যেহেতু USB ব্যবহার করা হয় এতে তাই একে USB On The Go ও বলা যায় । OTG ফাংশন সম্বলিত ফোন ফোন যদি আপনার থাকে তাহলে আপনার লাইফ পুরাই হ্যাপি !! otg ব্যবহার করে ফোনের সাথে Keyboard, Mouse, Pendrive, Card Reader সহজেই ব্যবহার
করতে পারবেন ।
ফোনের ছোট কীবোর্ড ব্যবহার করতে ভালো লাগে না ?? Nothing to fear. OTG is here !! otg দ্বারা খুব সহজেই ফোনের সাথে কীবোর্ড বা মাউস ব্যাবহর করতে পারবেন । এছাড়াও স্টোরেজ নিয়ে সমস্যা অনেকেরই । কম স্টোরেজের কারনে বড় মুভি রাখতে পারেন না মোবাইল এ । তাই পেনড্রইভ এ মুভি রাখেন,
usb দিয়ে পেনড্রাইভ মোবাইল এ কানেক্ট করেন & এনজয়য় !! তাই মূলত ষ্টোরেজ সমস্যার সমাধান করে OTG । আরেকটা কথা, কিছু Device এ OTG ব্যবহার রে আপনার ফোনকে Power Bank হিসেবে ব্যবহার করতে পারবেন । যেমন Walton Primo HM ।
তাছাড়া গেমপ্যাড ব্যবহার করে গেম ও খেলতে পারবেন otg দিয়ে ! PS4 নাই তো কিচ্ছে ? মোদের ইস্মার্টফুন আছে না।

২. OTA:
ota মানে over the air । কারণ এই সুবিধা থাকলে update বাতাসে উড়ে উড়ে আসে তোহ তাই আরকী সবার মনে একটাই প্রশ্ন ! কীভাবে আমার কিটক্যাট ফোনকে ললিপপ করবো ? ভাউ আপনের প্রশ্ন এই OTA তেই লুকায়া আছে । আপনার ফোনে যদি OTA আপডেট সুবিধা থাকে এবং আপনার ফোনের জন্য ফোন নির্মাতা কম্পানী এন্ড্রয়েড
ভার্শন আপডেট দেয় তাহলে আপনি ঘরে বসেই সে আপডেট পেয়ে যাবেন । কোনো Pc বা ল্যাপটপ এ কানেকক্ট করা লাগবে না । আপডেট ডাইরেক্ট আপনের নোটিফিকেশন প্যানেল এ। এছাড়াও অন্যান্য সফটয়্যার আপডেট, বাগ ফিক্স এগুলাও পাবেন । সোজা কথায় OTA হচ্ছে কনফিগারেশন ম্যাসেজ এর মতো । আপনার কাজ খালি ইনষ্টল দেয়া !!

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.