প্রথম কলম


-----------------------------
সংস্কৃতির অগ্রগতির পথে লিপির আবিষ্কার এবং সংস্কৃতি লিপিবদ্ধ করায় লেখনীর দান অপরিসীম। লিপির যে পরিবর্তন যুগযুগান্তর ধরে ঘটে চলছে তা সম্ভব হয়েছে লেখনীর জন্য। ইংরেজিতে পেন শব্দ এসেছে ল্যাটিন শব্দ পেন্না থেকে, যার অর্থ হলো পাখির পালক। এককালে লেখার জন্য পালক ব্যবহার করা হতো। ভারতবর্ষে অবশ্য খাগের কলম ব্যবহার করা হতো। মিশরীয়রা সম্ভবত কাঠির ডগায় তামার নিবের মতো কিছু একটা পরিয়ে লেখা আরম্ভ করে। প্রায় হাজার চারেক বছর আগে গ্রিস দেশে রীতিমতো লেখা আরম্ভ হয়। এদের লেখনী হতো হাতির দাঁত বা এই জাতীয় কিছু দিয়ে তৈরি, নাম ছিল স্টাইলস। সেজন্য এখন লেখার আঙ্গিককে বলা হয় স্টাইল। মধ্যযুগে কাগজ আবিষ্কারের পর পালকের কলমের প্রচলন শুরু হয়। ইংল্যান্ডে ১৭৮০ সালে নিব পরানো কলম দেখা দিলেও প্রায় ৪০ বছর তা ব্যবহার করা হয়নি। ১৮৮৪ সালে ওয়ারটারম্যান আবিষ্কার করেন ফাউন্টেন পেন। এর নিব ১৪ ক্যারট সোনা আর ডগা ইরডিয়াম দিয়ে তৈরি। এরপর অন্যান্য দেশেও ফাউন্টেন পেন তৈরি হতে আরম্ভ করে। বিংশ শতাব্দীতে তৈরি হলো বলপয়েন্ট পেন বা বল পেন, বর্তমানে বিশ্বে রয়েছে নানা রং, নানা আঙ্গিকের অনেক সুন্দর সব কলম।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.