চোখ রসায়ন ::Taslima Shirin Mukta
চোখ নাকি মনেরই কথা বলে। চোখের জলও বলে।
রাসায়নিক ভাবে অশ্রুতে থাকে লবন, প্রোটিন, লাইসোজোম ইত্যাদি।
আর এর সাথে থাকে আমাদের দুঃখ, কষ্ট, আবগ,অনুভূতি,পাপবোধ, অনুশোচনা, প্রায়শ্চিত্ত না বলা কথা সহ আমাদের মনের নীরব অভিব্যক্তি।
খুব কষ্ট হচ্ছে? কান্না আসছে? মন ভরে কাঁদুন।
এ অশ্রুর নাম ইমোশনাল টিয়ার্স।
এ কান্নার পর এন্ড্রোফিন বা গুড ফিল হরমোন নিঃসৃত হয়, আমাদের শরীরের টক্সিন রিমোভ হয়, ফলে মন হালকা হয়।
আবেগ প্রকাশ করার, কোন কিছু না বলেও অনেক কিছু বলার উপায় কান্না।
কান্না সর্বজনীন ভাষা। পৃথিবীর সবাই এ ভাষা বুঝে। ট্রান্সলেশনের দরকার নাই।
তাই, মন খুলে যেভাবে হাসেন, সেভাবে মন ভরে কাঁদুন। মাঝে মাঝে এটাই আপনার একমাত্র বন্দ্ধু, যে আপনাকে ডিপ্রেশন থেকে বের করে নতুন পথ দেখাতে পারবে...
সকল ভালো মানুষ, যাঁদের অবদানে পৃথিবী আজও সুন্দর, তাদের জন্যেও দু' ফোটা জল!
No comments