সময়ানুবর্তী
প্রতিদিন একধাপ এগিয়ে যান.......!!!সময় বাঁচাতে হবে। সে সময়কে লাগাতে হবে নিজেকে গড়ার কাজে। কিছুলোক এমন অনেক কাজ করে, যেগুলো করার প্রয়োজনই নেই। যেগুলোতে কোন লাভ নেই, যেগুলো করার দায়িত্বও তাদের নয়। এভাবে তারা সময় নষ্ট করে। আমাদেরকে তো জীবনে অনেক এগুতে হবে, অথচ জীবনটা ছোট, সময় খুব কম। তাই আমাদেরকে সময় বাঁচাতে হবে জীবনকে এগিয়ে নেওয়ার কাজে লাগানোর জন্য।
আমরা সময় বাঁচাতে পারি-
১. সুপরিকল্পিত ভাবে কাজ করলে।
২. সময়ের কাজ সময়ে করলে, সময়মতো করলে।
৩. যা করার তা কম সময়ের মধ্যে করার চেষ্টা করলে।
৪. যা করার প্রয়োজন নেই, তা না করলে।
৫. যা করলে লাভ নেই তা না করলে।
৬. যা করলে ক্ষতি হতে পারে তা না করলে।
৭. যা করার দায়িত্ব নেই তা না করলে।
৮. সুযোগ মতো কাজের ফাঁকে কাজ করলে।
৯. অবসর সময়কে কাজে লাগালে।
১০. অপেক্ষার সময়কে কাজে লাগালে।
১১. বাজে ও অপ্রয়োজনীয় কথা না বললে।
অবসর সময়ে কী করবেন?
পরিকল্পনা ও রুটিন মাফিক কাজ করার পরও দেখবেন আপনার কিছু সময় বেঁচে গেছে। কিংবা বাস, লঞ্চ, ট্রেন বা প্লেনের জন্য অপেক্ষা করছেন। অথবা কারো সাথে সাক্ষাতের অপেক্ষায় আছেন বা যার সাথে আপনার কাজ তার অপেক্ষা করছেন। ক্লাসে শিক্ষক আসেননি বা পরবর্তী পিরিয়ডে ক্লাস নেই। কিংবা আপনি যানবাহনে ভ্রমণরত অবস্থায় আছেন। এভাবে কিছু সময় প্রতিদিনই আপনার হাতে আসে। এটাকে আমরা অবসর সময়, কিংবা সুযোগ বলতে পারি। এরূপ সময়কে কাজে লাগান, তাতে আপনার কাজ অনেক এগিয়ে যাবে।
হ্যাঁ, এ ব্যাপারে কিছু হিন্স দিয়ে দিচ্ছি। এসব সময়ে আপনি-
১. একটি সুন্দর বই পড়ুন। ক্লাসের পড়া রিভাইজ দিন।
২. যার সাথে কথা বলবেন, কথাগুলো কি কি এবং কিভাবে উপস্থাপন করবেন, তা মনে মনে বা নোট বইতে সাজিয়ে নিন।
৩. কাউকে একটি সুন্দর আইডিয়া দিন।
৪. পরবর্তীতে আপনার কি কি কাজ আছে তা চিন্তা করে নিন।
৫. কুরআনের মুখস্ত অংশগুলো পাঠ করুন।
৬. আল্লাহর যিকির করুন।
৭. আল্লাহর কাছে কিছু চান।
৮. কোন বিদেশী ভাষা শিখুন।
৯. কোন টেকনিক্যাল কাজ শিখুন।
১০. সম্ভব হলে কিছু বাড়তি পয়সা রোজগার করুন।
১১. কোন আত্মীয় বা বন্ধুর খোঁজ-খবর নিন।
১২. যারা সাক্ষাত করতে চায় তাদের সময় দিন।
১৩. বক্তৃতার বিষয় সাজিয়ে নিন।
১৪. নতুন কারো সাথে পরিচয় করুন।
প্রতিদিন একধাপ এগিয়ে যান
সময়কে সর্বোত্তম কাজে লাগিয়ে নিজেকে এগিয়ে নিন। নিজেকে উন্নত করুন্ অধিকাংশ ক্ষেত্রে অন্যদের ছাড়িয়ে যান। অন্যদের ছাড়িয়ে যান জ্ঞানে, কর্মে, দক্ষতায়, চরিত্রে,উদারতায়, সৌন্দর্য্যে, শৃঙ্খলায়, পরিচ্ছন্নতায়, সময়ানুবর্তিতায়, ইবাদতে, বিনয়ে, ধৈর্যে, সেবায়, সাহসে, ভালবাসায়, কৌশলে,ব্যক্তিত্বে। আপনার লক্ষ্য অর্জনে এসব যোগ্যতা অর্জন করুন। এসব যোগ্যতা বলে নিজেকে এগিয়ে নিন। প্রতিদিন একধাপ এগিয়ে যান। প্রতি মাসে অনেক দূর ছাড়িয়ে যান। প্রতি বছর অনেক সিঁড়ি পেরিয়ে যান।
প্রতিদিন নিজের উন্নতির সমীক্ষা নিন। প্রতিমাসে সমীক্ষা নিন। প্রতি বছর সমীক্ষা নিন। সমীক্ষায় ধরা পড়া বিচ্যুতি ঝেড়ে ফেলুন। উন্নতির সাথে আরো একটু বলিষ্ঠ পদক্ষেপ নিন। আপনার কোন দুটি দিন যেন সমান না যায়। কোন দুটি মাস, কোন দুটি বছর যেন একই সমতলে পড়ে না থাকে। প্রিয় রাসূল (সাঃ) বলেছেন, “যার দুটি দিন সমান গেল, সে ক্ষতিগ্রস্ত হলো।” (সুনানে দায়লামী)। -সংকলিত
No comments