CMD দিয়ে Pen ড্রাইভ Format করুন। (super ট্রিক)।

CMD দিয়ে Pen ড্রাইভ Format করুন। (super ট্রিক)।
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি ভাল। তো আজকের টিউন শুরু করা যাক।

ফরম্যাটিং একটি প্রয়োজনীয় এবং দরকারি টুল যেকোনো ধরনের storage disk-এর জন্য। হ্যা এটা টুল। Disk Format করে অনেক error,virus, ইত্যাদি সমস্যার সমাধান পাওয়া যায়। কিন্তু অনেক সময় এই USB flash গুলো format করার সময় নানা প্রকার error এর সম্মুখিন হতে হয়। অথবা ঠিক ভাবে format হয় না। নিরাশ হবেন না এখানে আপনি কিছু করতে পারেন।

CMD দিয়ে পেনড্রাইভ Format করা একটি সাধারণ প্রক্রিয়া যেটা বেশ ঘন ঘন গ্রহণ করা প্রয়োজন হতে পারে। কিন্তু যদি আপনি এই পদ্ধতি আগে ব্যাহার না করেন তাহলে mine field হতে পারে। কিন্তু আগে আমাদের এই প্রোসোসটা শেষ করতে হবে (যে পেনড্রইভে দরকারি জিনিস নেই সেটা ব্যবহার করবেন)। এই টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে cmd ব্যবহার করে পেনড্রাইভ Format করতে হয়।

বি:দ্র:আপনি এই ট্রিকটা যেকোনো USB বা অন্য ড্রাইভের উপর সফলভাবে প্রয়োগ করতে পারেন।

এই টিউনে আমি ফ্ল্যাশ ড্রাইভকে FAT32. -এ Format করবো (NTFS -এ ফরম্যাট করার জন্য just command box -এর term টা বদলায়ে দিবেন)। এই টিউনের recommended Formatting style FAT32 কিন্তু অনেকে NTFS-ও ব্যবহার করতে পারেন। তো একটি unformatable পেনড্রাইভ ফরম্যাট করার জন্য নীচের STEP গুলো অনুসরণ করুন।

পরে FAT32 এবং NTFS এর মধ্যে পাথর্ক্য নিয়ে একটা টিউন করব।

Step 1 স্বাভাবিক ভাবে কম্পিউটার চালু করুন। [ব] Step 2 এবার আপনি আপনার কম্পিউটারে ইউএসবি পোর্টে পেনড্রাইভ ঢোকান। [ব] Note: যদি আপনি আপনার ডিস্ক অবস্থানের সঙ্গে যুক্ত অক্ষর জানেন বা এই তথ্য প্রদর্শনের জন্য ব্যবহৃত যেমন disk part কে একটি ইউটিলিটি হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে Step ধাপ 3 এবং 4 কে skip করে যাবেন।

Step 3"My Computer" বা "This PC" তে যান (স্টার্ট মেনু বা ডেস্কটপ থেকে) এবং বাম দিকের navigation প্যানেলের নিচে দেখুন, এখানে আপনার কম্পিউটারের রুট মেনু, ফোল্ডার, লোকোশন সব আছে।

Step 4 আপনার পেনড্রাইভ এই অবস্থানে তালিকাভুক্ত করা আছে, এটা ব্র্যান্ড দ্বারা, Removable Disk বা পোর্টেবল স্টোরেজ বা অনুরূপ কিছু হিসাবে উল্লেখ করা আছে। এই লেবেলে পরবর্তী একটি অক্ষর আছে G:, H:, I: আথবা অন্য কিছু।

উদাহরণস্বরূপ "Removable Disk (I:)" . যদি ডিভাইস এটা প্রদর্শন না করে তাহলে আপনি অন্য ইউএসবি ডিভাইসের দিয়ে অক্ষর খুঁজে পেতে পোর্ট পরীক্ষা করুন। এই অক্ষরটিই আমাদের প্রয়োজন।

Step 5 Command prompt ওপেন করুন (Win+R বাটন ক্লিক করে রান-এ CMD লিখে Enter প্রেস করুন অথবা windows search এ CMD লিখুন আথবা start মেনুতে right ক্লিক করে command prompt ওপেন করুন।)

Step 6 তারপর Command prompt উইন্ডো তে টাইপ করুন নিচের কমান্ড টি-

Format I: তারপর Enter চাপুন Note: কমান্ডে আমার দেওয়া I: হচ্ছে আমার পেন ড্রাইভের। আপনি step 4 -এ যেটা বের করেছেন সেটা দিবেন।

ধাপ 9. এখানে, আপনাকে আপনার pen ড্রাইভ মানে I: দ্বারা নির্দেশিত drive কে USB পোর্টে ডোকাতে বলবে যেটা আমরা আগেই ঢুকিয়েছি এবার আবার Enter চাপুন। অপেক্ষা করুন।

Prosses শেষ হলে আপনি সফল ভাবে cmd দিযে পেন ড্রাইভ করেছেন। "My Computer" অথবা "This PC" -তে গিয়ে চেক করতে পারেন।

এই টিউটোরিয়ালটি নতুনদের জন্য এবং যদি আপনি ইতিমধ্যে এটি জানেন তাহলে তো জানেনই।

আমার কিছু কথা -- আপনারা অবশ্যই অনেক বার Pen ড্রাইভ বা SD কার্ড Format করেছেন। কিন্তু Format window তে Quick Format checkbox -এর টিক টা উঠায়ে Format করতে গেলে আপনারা আনেকে দেখেছেন যে এটা অনেক সময় নেয়। CMD দিয়ে Format করলে ঔ টাইপের ফরম্যাট হয় তাই এটা একটু সময় নেয়। আপনারা অনেকে 'Memory Card Repair' বা এরকম কিছু নামে সফটওয়্যারের নাম শুনেছেন নিশ্চই। এটা আর কিছুনা ঔ একই টাইপের Format. Quick Format না করলে বা CMD দিয়ে ড্রাইভ Format করলে ঔ ড্রাইভে কোনো সমস্যা, Shortcut ফোল্ডারের সমস্যা, Virus, ম্যালওয়্যার ইত্যাদি সমস্যা একেবারে চলে যায়। Quick Format -এ অতো যায় না। তাই সময় থাকলে Quick Format করবেন না। অবশ্য আমার সময় থাকলেও আমি Quick Format করি। কারন এটা কম সময় নেয় হা হা। আসলে CMD দিয়ে Pen Drive Format করার টিকটা এমন আহামরি কিছু না। Just একটা ট্রিক। তাহলে CMD দিয়ে Quick Format এর ট্রিকটাo দেখিয়ে দেই।

কিভাবে CMD দিয়ে Quick Format করবেন --

Step 1 আগের মতই শুধু command prompt এ গিয়ে নিচের কমান্ড দিয়ে Enter চাপুন

format /q /x I: Note: কমান্ডে আমার দেওয়া I: হচ্ছে আমার পেন ড্রাইভের। আপনি step 4 -এ যেটা বের করেছেন সেটা দিবেন।

Step 2 আগের মত আবার Enter চাপুন। তারপর “Initializing the FileAllocation Table (FAT)… Volume label (11 characters, ENTER for none)?” বার্তা আসবে যার মানে হল Format শেষ।

Step 3 আবার Enter চাপুন। ব্যাস কাজ শেষ আপনার ড্রাইভটি সফল ভাবে Quick Format হয়েছে।

তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। 

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.