মন্দ তাদের ভালো
Fair is foul,foul is fair
Hover through the fog and filthy air.
অর্থাৎ' ভালো মোদের মন্দ,মন্দ মোদের ভাল'। William Shakespeare এর" Macbeth " নাটকের শুরুতে তিন ডাইনি এই গানটি গেয়েছিল।তাদের কাছে মন্দ কাজটা খুব ভাল লাগত।তাই Macbeth কে সবসময় কুপরামর্শ দিত, যাতে সে রাজা ডানকানের কাছ থেকে সিংহাসন কেড়ে নেয়।পরে কেড়ে নিয়েছিলও বটে।কিন্তু সেই সুখ তার কপালে বেশিদিন সইনি।কারন কথায় আছে, পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।যেখানে রাজা ডানকান তাকে খুব বিশ্বাস করত।আর বিশ্বাসের মর্যাদাস্বরুপ Macbeth রাজাকে হত্যা করল।রাজার পরামর্শের চাইতে ডাইনি আর Lady Macbeth (Macbeth এর স্ত্রী) এর পরামর্শকে বেশি গুরুত্ব দিয়েছিল।ডাইনিদের মত মন্দটাই তার কাছে ভাল লেগেছিল।রাজার ভালো পরামর্শ তার কাছে ভাল লাগেনি। Shakespeare এর নাটকটির রচনাকাল ১৬০৭-১৬১১ সাল হলেও এর বাস্তব প্রতিফলন এই একুশ শতকে। মানুষ এখন Pure বিষয়টাকে বাদ দিয়ে Artificial টাকে নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।মুখের ওপর সত্য কথা বলাটা তাদের কাছে অপছন্দনীয়;কিন্তু মিত্যা,বানোয়াট আর ভিত্তিহীন কথাবার্তা তাদের কাছে প্রশংসনীয়।জানেন তো,চার পায়া জানোয়ারের চাইতে দুই পায়া জানোয়ার বেশি ভয়ঙ্কর।এই ভয়ঙ্করদের কদর দিন দিন বৃদ্ধি পাচ্ছে।আশ্চর্যজনক হলে সত্য,এক শ্রেণির লোক এদের ব্যক্তিত্ব নিয়ে খুব বাহবা দিচ্ছে। জয়তু "মন্দ তাদের ভালো,ভালো তাদের মন্দ"।।
No comments