প্রিয়জন বিনা হাহাকার
তৃষ্ণার্ত মানুষ যেমন এক ফোঁটা পানির জন্য হাহাকার করে, প্রিয় মানুষটার জন্যও এমন হাহাকারটুকু কেন জানি বুকের ভেতর থেকে আপনাআপনি চলে আসে !! প্রতি বেলার প্রার্থনাতে একমাত্র চাওয়া হিসেবে মানুষটার নাম যখন ঠোঁটে চলে আসে,তখন অজানা বিষাদময়তা ঘিরে ধরে চারদিক থেকে,আর এক সমুদ্র ভালোবাসা মেশানো এক ফোঁটা অশ্রু টহল দিতে থাকে চোখের কোণে... সেই অশ্রু মুচা যায় না,সেই অশ্রুর খোঁজ ঐ মানুষটা জানে না।তার বৃষ্টি আমাকে স্পর্শ করলেও ... আমার চোখের কোণের টহলরত বৃষ্টি ঐ মানুষটাকে ছুঁই না। জীবন তার চলতে থাকে নিজস্ব পথে খুব স্বাভাবিক গতিতে ... আর এ দিকে আমার জীবনটা তার পথে এসে কেন জানি থমকে যায়।।
No comments