বাস্তবে যারা অভিনেতা

যারা মানুষের সাথে অভিনয় করতে অব্যস্ত।তাদের জীবনটা চলে অভিনয়ের মধ্যে দিয়ে।অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়লে....যখন নিজেকে শান্ত করার জন্য একটু বিশ্রাম নিতে চায়,ঠিক তখনই তার Operating System তাকে ব্যস্ত রাখে পরের শিডিউল কি হবে সেটা তৈরিতে এবং এটা চলতে থাকে মেমোরি কার্ডে একটা নিদিষ্ট  ফাইল আপলোড না হওয়া পর্যন্ত.....এই বুঝি আর নিজেকে বিশ্রাম দেয়া গেল না অর্থ্যাৎ জীবন তার অভিনয় আর শিডিউল তৈরিতে ব্যস্ত থাকে।।একটা সময় এদের মানুষ পাক্কা অভিনেতা হিসেবে তকমা দিয়ে থাকে।ফলাফল....মানুষের কাছে এরা সবসময়ই উপেক্ষিত হয়।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.