কাউকে করো না দায়ী::পাবলো নেরুদার



কারোর বিরুদ্ধ তুমি কোরো না নালিশ কখনোই,
কোন কিছুকেই দায়ী কোরো না কখনো;
কারণ জীবনে তুমি যা চেয়েছ
তা-ই তুমি করেছ মূলত।
মেনে নাও নির্মানের অন্তরায় আর
নিজেকে শোধরানোর শুরুর সাহস।
ভুলের ভস্ম থেকে উঠে আসে প্রকৃত
মানুষের সফলতা।
কখনো কোরো না দায়ী নিয়তি ও একাকিত্বকে
মোকাবেলা করো সব সাহসের সঙ্গে।
যেকোনভাবেই হোক-এ তোমারই কাজের ফসল,
তুলে ধরো নিয়ত জয়ের লক্ষণ।
নিজের ব্যার্থতায় তিক্ত হোয়ো না আর
অন্যের কাঁধে তাকে দিয়ো না চাপিয়ে,
এই বেলা মেনে নাও কিংবা শিশুর মতো
ভাববে তুমি নিজেকে সঠিক।
যেকোন সময়েই, শোনো, সুসময় সূচনা করার
ভন্ডুলের জন্য এত ভয়ানক আর কিছু নেই।
ভুলো না, তোমার এই মূহুর্তের কারণটি তোমারই অতীত
যেমন তোমার ভবিতব্যের কার্যকরণ
হবে এই মুহুর্ত তোমার।

শিখে নাও হিম্মত ও বল
তোয়াক্কা যে করবে না পরিস্থিতির;
বেঁচে রও উজানে ও তোমার নিজের
মসিবত নিয়ে ভাবো কম, কাজ করো বেশী।
তোমার সমস্যাগুলো এমনিই ঝরে পড়ে যাবে।
বেদনার মধ্য থেকে জন্ম নিতে শেখো
বাধার চেয়েও বেশী বড় হয়ে ওঠো।
নিজের দর্পণে দেখো নিজেকে এবং
মুক্ত হও, বলবান হও;
হয়ো না পুতুল তুমি পরিস্থিতির,
কেননা নিজেই তুমি নিজের নিয়তি।
ওঠো, দেখো প্রতুষ্যের সুর্যের দিকে
নাও শ্বাস ভোরের আলোয়।
তোমার জিন্দেগিরই অংশ যে তুমি;
চোখ খোলো, যুদ্ধ করো, হাটো আর ঠিক করো তোমার
নিশানা;
জয় করো জীবনকে,
নিয়তির কথা তুমি ভেবো না কখনো
কেননা নিয়তি হল:
ব্যর্থতারই অজুহাত।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.