মায়া :: পর্ব ২



মাঝে মাঝে এমন কিছু মানুষের জন্য আমাদের মায়া জন্মে,যা কিনা ঐ মানুষটা অনুভব করে না।তার প্রতি যখন মায়া তীব্রতর হয়।তখন কেন জানি আশা করতে শুরু করি,ইশ্ মানুষটা যদি আমার মত একই রকম মায়া অনুভব করত।আসলে এই আশা করাতে কোন ভুল নেই। কারন যে মায়া আপনার মনকে জয় করে নিয়েছে,তার তো কোন ক্ষয় নাই।এটা আপনি জোর করে ঠেকিয়ে রাখলেও আপনাআপনি বেরিয়ে আসবে।যার কোন ব্যাখ্যা নেই।আর যে মায়ালাগার কোন ব্যাখ্যা নেই, তার নাম True Love।যা শুধু কাছে পেতে চায়।এই চাওয়াতে কোন ঘাততি নেই,দোষেরও কিছু নেই।মায়ার জালে আটকে পড়া অসহায় মানুষটারও কোন দোষ নেই। দোষটা ঐ মায়ার,যে মায়া শুধু এক পাশে জন্মে, ঐ পাশেই রয়ে যায়, ধীরে ধীরে বাড়তে থাকে তীব্রভাবে। বাস্তবতার দেয়াল ডিঙ্গিয়ে কিছুতেই অন্য পাশটাতে পৌঁছতে পারে না।আর মানুষটা ভাবে  "একদিন অন্তত এইটুকু বলতে পারবো,আমার চাওয়াতে কোন ঘাটতি ছিল না"।।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.