কি আবেগ আর কি বিবেগ

আবেগ প্রকাশ করা যতটা গুরুত্বপূর্ণ। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাকে নিয়ন্ত্রণ করা। কারণ অপ্রকাশিত আবেগ কখনো বিশুদ্ধতা হারায় না, কিন্তু অনিয়ন্ত্রিত আবেগ গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে।আবার বিবেক প্রকাশ করা যতটা গুরুত্বপূর্ণ।তার চাইতে বেশী গুরুত্বপূর্ণ এটাকে সঠিকভাবে প্রয়োগ করা।কারণ বেশী বিবেকবান হতে গিয়ে হয়তো মানুষের কাছে পশুতে পরিণত হবেন।যেমন,একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা #ফারহানা_নিশুর বেলায় যা ঘটেছে।এখানেও গ্রহনযোগ্যতা হারানোর ভয় আছে।এর মানে, কোন কিছুই অতিরিক্ত থাকা ঠিক না।সবকিছুর একটা সীমা থাকা দরকার।।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.