নিজেই জানো না কি চাও!!

"আসলে তুমি নিজেই জানো না তুমি কি চাও ... তুমি একসময় বসন্ত চেয়েছিলে ... কেউ একজন অসংখ্য কৃষ্ণচূড়া ফুল নিয়ে এসেছিলো তোমার জীবনে ... কৃষ্ণচুড়ার লালে তুমি তোমার জীবন রাঙ্গিয়ে ভেবে নিলে, তোমার জীবন পরিপূর্ণ হয়ে গেছে !!
শীত আসতেই কেন জানি বসন্তের ঘোর কেটে গেলো তোমার ... তোমার চাওয়া পরিবর্তন হয়ে গেলো ... একটা সময় তোমার মনে হলো, তুমি আসলে একটুখানি উষ্ণতার চাদর চাও ... অন্য একটা হাতের মুঠোয় হাত রেখে তুমি তোমার আকাঙ্ক্ষিত উষ্ণতা খুঁজে পেলে ... চোখ বুজে তুমি ভাবতে শুরু করলেঃ
"এমনটাই তো আমি চেয়েছিলাম !!"
এমনটা তুমি একদিন চেয়েছিলে ... কিন্তু এখন আর এমনটা চাও না ... উষ্ণতা এখন বড় একঘেয়ে লাগে ... তোমার বুকের ভেতরটায় কেমন জানি একটা ভীষণ খরা অনুভব করো ইদানিং ... ভেতর থেকে কেউ ফিসফিস করে প্রতিনিয়ত বলে, ঝুম বৃষ্টি দরকার তোমার !!
তারপর একদিন শরতের কোন বিকেলে কাশবনের স্নিগ্ধতার মাঝে তুমি নিজেকে হারিয়ে ফেলবে ... গালে হাত দিয়ে তুমি নিজেকে প্রশ্ন করবেঃ
"আচ্ছা আমি আসলে কি চাই ??"
প্রশ্নের উত্তর মিলবে না ... কোন এক জোছনা মোড়ানো রাতে তুমি জোছনার অসহ্য সৌন্দর্য দেখতে দেখতে টের পাবে, তুমি যা কিছু চাও, তার সবকিছু পেতে গিয়ে তুমি আস্তে আস্তে ঐ চাঁদটার মত একা হয়ে গেছো !!
তুমি অল্পে সন্তুষ্ট ছিলে না ... তুমি সব পেতে চেয়েছিলে ... তুমি লোভ করেছিলে ... তুমি বারবার মুঠো বদলেছিলে ... তুমি যতটুকু পেয়েছিলে, ততটুকু দিয়ে জীবন পূর্ণ করতে চাও নি ... উপচে পড়া পূর্ণতা খুঁজতে গিয়েছিলে ... এখন দেখো, কতটা শূন্য তুমি ... কতটা শূন্য !!
এখন তুমি পেছনে ঘুরতে গেলেই টের পাবে একটা বিশাল কাচের দেয়াল ওখানে ... ঐ কাচের দেয়াল তোমার নিজেরই তৈরি করা !!
দেয়ালের ওপাশটায় তোমার সমস্ত অতীতগুলো ভালো আছে ... রক্তিম ঐ কৃষ্ণচূড়ার ডাল পরিপূর্ণ, ঐ উষ্ণতা, ঐ ঝুম বৃষ্টি, ঐ কাশবনের স্নিগ্ধতা সবকিছুই আছে ... কিন্তু সেগুলার কিছুই তোমার জন্য না ... ঐ অধিকার তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছো !!
তোমার চিৎকার করে SORRY বলতে ইচ্ছে হবে ... হেলায় হারানো সবকিছু সব ফেরত পেতে ইচ্ছে করবে !!
SORRY বললে হয়তো ক্ষমা পাওয়া যায় ... চাইলেই হয়তো হারিয়ে ফেলা অনেক কিছু ফেরত পাওয়া যায় ... কিন্তু নিজের অবহেলায়, নিজের দোষে হারিয়ে ফেলা অধিকার কখনো ফেরত পাওয়া যায় না !!
সম্ভবত পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর দৃশ্য হলো, নিজের অধিকারটাকে অন্য কারো হাতের মুঠোয় দেখা ... অথচ বিশ্বাস করো, ওটা তোমারই হাতের মুঠোয় থাকার কথা ছিলো ... তুমিই প্রচন্ড লোভ আর অবহেলায় ঐ মুঠো খুলে একদিন সব হারিয়ে ফেলেছিলে ... সব !!"

---মুশফিক আশিক

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.