সংলাপ::বিশ্বাস

# কথোপকথন - ১
"আপনি কী সিঙ্গেল ??"
"জ্বী !!"
"সত্যি করে বলেন ??"
"সত্যিই বললাম !!"
"সত্যিই সিঙ্গেল ??"
"হ্যাঁ !!"
"রোজার মাস গেলো কিন্তু কিছুদিন আগে ??"
"হ্যাঁ ... বললাম তো !!"
"বিশ্বাস হইল না ... আমার কাছে লুকাইয়েন না ... বলেন ??"
"আরেহ আজিব ... বললাম তো সিঙ্গেল !!"
"বিশ্বাস করতে পারলাম না !!"
"না বিশ্বাস করলে আর কি করা !!"
... ... ...
# কথোপকথন- ২
"আচ্ছা, আপনি কি সিঙ্গেল ??"
"না !!"
"আরেহ ... গ্রেট ... আপনাদের জন্য শুভ কামনা !!"
"হেহে ... চাপা মারছি !!"
"এখন আর ওসব বলে লাভ নাই ... আমি জানি, আপনি সত্য বলেন !!"
"আসলেই চাপা মারছি ... আমি সিঙ্গেল !!"
"এখন আর পার পাবেন না ... আমি জানি, আপনি সত্যই বলছেন প্রথমে !!"
... ... ...
Moral: "মানুষ সত্যও বিশ্বাস করে না ... মানুষ মিথ্যাও বিশ্বাস করে না ... মানুষ সেইটাই বিশ্বাস করে, যেইটা সে শুনতে চায়, যেইটা সে বিশ্বাস করতে চায় !!"

----মুশফিক আশিক

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.