লুকায়িত অনুভূতি

"সব অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না ... সবাই বলতে পারে না ... গলায় এসে আটকে যায় অনেক কিছু ... ঠোঁটে এসে জমে যায় অনেক কথা ... নখের ডগায় এসে থেমে যায় অনেক শব্দ !!
মানুষটার চোখেমুখে একটা নির্লিপ্ত ভাব থাকলেও হয়তো মানুষটা ভেতরে ভেতরে নির্লিপ্ত না ... তুমি হুট করে তাকে নির্লিপ্ত, অনুভূতিহীন ভেবে নিও না ... সময় নিয়ে তাকে জানার চেষ্টা করো ... বুঝার চেষ্টা করো !!
মেরুদন্ডের ভেতর দিয়ে বয়ে যাওয়া ঐ শীতল স্রোতটা চাইলেও কাউকে দেখানো যায় না ... বুকের ভেতরের দ্রুতগতিতে চলতে থাকা হৃদস্পন্দনের ধকধক আওয়াজটা চাইলেও কাউকে শুনানো যায় না ... এখানেই মানুষ অসহায় ... তীব্র রকমের অসহায় !!"

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.