সত্যিকারের আপন
"মাঝে মাঝে এমন একটা সময় আসে, যখন পৃথিবীর সবকিছু অসহ্য লাগে ... সবচেয়ে কাছের মানুষটার মুখ দেখলেও তোমার বিরক্ত লাগে ... প্রিয় গানটাও তোমার কাছে একঘেয়ে লাগে ... সব ধরণের কোলাহল কিংবা নীরবতা কোনটাই তোমার সহ্য হয় না !!
কেউ খুব স্বাভাবিকভাবে কোন কথা বললেও তখন তোমার অস্বাভাবিক লাগে ... কেউ প্রশ্ন করলে মনে হয় সে বুঝি তোমাকে জেরা করছে ... বন্ধুর সামান্য রসিকতাও সহ্য হয় না তখন, কেমন যেন আত্মসম্মানে লাগে ... রসিকতাগুলো তখন সুই এর খোঁচার মত লাগে !!
তোমার তখন মনে হবে, পৃথিবীর কেউ তোমাকে বুঝে না ... তোমার প্রত্যেকটা কথা, তোমার হাসি, কান্না, টুকরো টুকরো আবেগ অনুভূতিগুলোর অর্থ কেউ বুঝতে চায় না ... পুরো পৃথিবীর মানুষগুলো এক পাশে, আর তুমি অন্য পাশে !!
অকারণে প্রচন্ড রাগ উঠবে তোমার ... অযথা মেজাজ খারাপ করে কারো সাথে চিৎকার করতে থাকবে তুমি ... তুমি টের পাবে, কাজটা ঠিক হচ্ছে না ... কিন্তু তুমি নিজেকে থামাতে পারবে না !!
এই সময়টা দুঃস্বপ্নের মত ... অসহায়ের মত চোখের সামনে তুমি সব দেখবে, শুনবে ... কিন্তু চাইলেও কিছুই বদলাতে পারবে না !!
এই কঠিন সময়ে অনেকগুলো মানুষ তোমাকে ভুল বুঝবে ... হয়তো অনেকে তোমার জীবন থেকে চলেও যাবে !!
তারপর একদিন এই ভয়াবহ সময়টা কেটে যাবে ... সবকিছু যেদিন স্বাভাবিক হয়ে যাবে, সেদিন তুমি টের পাবে, কোন মানুষটা এতকিছু সহ্য করেও তোমার পাশেই রয়ে গেছে ... হাল ছেড়ে দেয় নি, ভুল বুঝে নি, চলে যায় নি ... জেনে রেখো, সেই মানুষটা তোমার খুব আপন !!
সত্যিকারের কাছের মানুষ চেনা যায় কঠিন সময়ে ... তোমার হাসির সাথে অনেকে হাসতে পারবে, তোমার কান্নার সময়ও অনেকেই সান্ত্বনা দিতে পারবে ... কিন্তু তোমার প্রচন্ড রাগের উত্তাপ সহ্য করে সবাই থাকতে পারবে না ... তোমার অসহ্য রকমের পাগলামিগুলো আর অস্বাভাবিক আচরণগুলো খুব ধৈর্য্য সহকারে সবাই নিতে পারবে না !!
যে মানুষটা শুধুমাত্র তোমার পাগলামিগুলোর জন্য, তোমার ভয়ঙ্কর রাগগুলোর জন্য অসীম ধৈর্য্য বুকের ভেতর পুষে রাখে, সে মানুষটাকে ভালোবেসো ... মন থেকে ভালোবেসো
--মুশফিক আশিক
No comments