উন্নত বাইপাস সার্জারিঃ:-ড. লুৎফর রহমান

উন্নত বাইপাস সার্জারিঃ
“One artery is better but two arteries are the best.”
যখন হার্টের অপারেশন করা হয় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অপারেশন যাতে উৎকৃষ্ট মানের হয়। হার্টের অপারেশন মুলত রিপেয়ার অপারেশন যেমন, বাইপাস সার্জারি একটি রিপেয়ার, হৃদযন্ত্রের ভাল্ব রিপেয়ার, জন্মগত ত্রুটি রিপেয়ার, হৃদযন্ত্রের প্রাচীর রিপেয়ার। যেকোন রিপেয়ার অপারেশন একজন দক্ষ সার্জনের হাতে করানো উচিত অন্যথায় ফলাফল ভাল হয়না। বাইপাস সার্জারির ক্ষেত্রে সাধারনত একটি ধমনী ও একটি শিরা ব্যবহার করে করা হয়। তবে সবচেয়ে উত্তম পন্থা হল দুটিই ধমনী ব্যবহার করে অপারেশন করা। হৃদরোগী, রোগীর পরিবার ও চিকিৎসকদের প্রতি আমার পরামর্শ হল দীর্ঘমেয়াদী সুফল পাওয়ার জন্য দুটি ধমনী ব্যবহার করে বাইসাপ সার্জারির কোন বিকল্প নেই। যে বিষয়টি আরও মনে রাখা প্রয়োজন তা হচ্ছে বুকের দুপাশে যে দুটি ধমনী আছে যে গুলো ব্যবহার করে বাইপাস সার্জারি হল প্লাটিনাম স্ট্যান্ডার্ড বাইপাস সার্জারি একে LIMA-RIMA Y (Arterial Heart Bypass) ও বলা হয়। LIMA-RIMA Y বা বুকের দুপাশে দুটি ধমনী বা প্লাটিনাম বাইপাস সার্জারির অনেক সুবিধা রয়েছে যেমন, এই বাইপাস সার্জারির কসমেটিক ভ্যালু অনেক বেশি কেননা এতে হাত বা পা হতে কোন রক্তনালী নেয়া হয়না ফলে হাতে বা পায়ে কাটার কোন দাগ থাকে না। এছাড়া আরও একটি উল্লেখ যোগ্য সুবিধা হল বুকের এই রক্তনালী গুলো কখনই ক্যালসিফাইড হবেনা। এই প্লাটিনাম বাইপাস সার্জারির গুণগত মানও কমে যেতে পারে অপারেশন একজন দক্ষ সার্জনের দ্বারা না করা হলে। কারন প্লাটিনাম বাইপাস সার্জারিতে Artery Harvest বা রক্তনালী তোলার কাজটি একজন দক্ষ সার্জনের হাতে করা না হলে অনেক ত্রুটি হওয়ার সুযোগ থেকে যায়। Artery Harvest প্রক্রিয়া ত্রুটি পূর্ণ হলে প্লাটিনাম বাইপাস সার্জারির গুণগত মান ও দীর্ঘমেয়াদী ফলাফল কমে যায়। - ড. লুৎফর রহমান

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.