বি সি এস: "কোচিং এবং টাইম মম্যানেজমেন্ট "
বি সি এস:
"কোচিং এবং টাইম মম্যানেজমেন্ট "
________________________________
আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো
আপনি নিজেই নেন। হৃদয়ের কথা শুনুন।
তবে সাথে বিবেককে রাখুন।
আপনার জীবনের লক্ষ্যটা আপনিই ঠিক
করুন। আপনি শিক্ষক, ইঞ্জিনিয়ার,
ডাক্তার, ব্যবসায়ী, বি সি এস ক্যাডার,
ভালো মানুষ,সফল কিংবা সার্থক
ব্যাক্তিত্ব যা কিছু হতে চান না কেন,
তা আপনার নিজের, একান্তই নিজের
চয়েজ হওয়া উচিত।
এবার, আসি যারা বি সি এস ক্যাডার
হতে চান তাদের বিষয়ে।যেহেতু এতে
সফল হতে গেলে একটা দীর্ঘ পথ পাড়ি
দিতে হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষায়
অংশ নিতে হয়, তাই প্রায়ই মানুষই
কোচিং করবেন কিনা, এ প্রশ্ন করছেন
বহুবার। এ নিয়ে আমার মতামত :
★আপনি কোনো কোচিং এ পড়বেন কি
পড়বেন না, এটা আপনার সিদ্ধান্ত।
এখানে আমার মতামত চাওয়াটা, আমার
বোধগম্য নয়।
★অনেকেই বি সি এসের ব্যাপারে
ভালো ভাবে জানেন না।
★বলা হয়.. A leader is by born, not made.
তবে আমি বিশ্বাস করি, আপনার
যোগ্যতাকে ফুটিয়ে তুলতে,
প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ
করতে, দরকার সহযোগিতা। কিছু
দিকনির্দেশনা, কিছু অভিজ্ঞ মানুষের
গাইডলাইন আপনাকে আরো বেশি
উপযুক্ত করে তুলতে পারে।
★আপনারই মত আরো কিছু একই পথের
অভিযাত্রী পাবেন,গ্রুপ স্টাডির সুযোগ
পাবেন আর সাথে কিছু গাইডলাইন।
কোচিং এ এর চেয়ে বেশি কিছু আর
নেই। এতটুকুই।
★এখন, আপনি একা এ পথ পাড়ি দিতে
পারবেন কি না, কিংবা ঐ সহায়তা টুকু
লাগবে কি না, তা আপনিই ডিশিসন
নিবেন। কোচিং আপনাকে যাত্রা
পথে পথ দেখাবে, যাওয়ার উপায় বলবে,
মূল যাত্রা কিন্তু আপনার!
★আশা করছি, এ বিষয়ে আর কোন প্রশ্ন
থাকবেনা।
★এ মুহূর্তে কাজী নজরুলের কবিতার
লাইন খুব মনে পড়ছে ----
" দখিনা বাতাস ইঙ্গিতে বুঝে কহে
যাহা বনলতা "
টাইম ম্যানেজমেন্ট :
----------------------------
★আমি আগেও বলেছি, এখনও বলছি....
দৈনিক কত ঘণ্টা পড়ছেন তা অপেক্ষা
কি পড়ছেন, কতটুকু শিখছেন আর তা কতটুকু
কাজে লাগাতে পারছেন আমার
কাছে তা গুরুত্বপূর্ণ।
★যারা বেকার আছেন, তারা আপনার
বেকারত্বের সুযোগটা কাজে লাগান।
সর্বোচ্চ সময় দিন, আপনার লক্ষ্য পূরণের
পেছনে। বেকারত্ব যদি অভিশাপ হয়,
তবে এই অভিশাপকে এমন ভাবে ব্যবহার
করুন,যাতে এটাই আপনার জন্য আশীর্বাদ
হয়ে ওঠে।
★আর যারা চাকুরী কিংবা অন্য
কারণে সময় বের করতে পারেন না,
তারা অলস সময় কাজে লাগান।
আড্ডা,টিভি দেখা আর দুপুরের ঘুমের সময়
কোন মজার মজার তথ্য কালেকশন
করার,নিজ দেশের ইতিহাস জানার
মজাই আলাদা!!
★সবাই যখন ঘুমিয়ে পড়ে, ডিস্টার্ব করার
কেউ থাকেনা! রাত ১১/১২টা থেকে
১/২ টা অথবা সকাল ৫ টায় নামাজের পর
৭ টা পর্যন্ত নিরব, নিশ্চুপ আর নির্মল
আবহাওয়ায় জানার আর শেখার যে
মজা, তা কি অন্য সময়ে পাওয়া সম্ভব?
★আপনার জীবনের টাইম ম্যানেজমেন্ট
আপনার চেয়ে ভালো কেউ পারবে না।
বিশ্বাস করুন, আপনি নিজেই আপনার
সবচেয়ে কাছের বন্দ্ধু, সবচেয়ে বড়
মেন্টর।
★প্রতিকূল পরিবেশে থেকেও সফল এবং
সার্থক হওয়াটা, কোন কষ্ট ছাড়া
প্রাপ্তি অপেক্ষা অনেক বেশি
গৌরবের।
--------------
# Taslima_Sirin_Mukta
35 তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
No comments