অ ভাই কেনে চলর

গতকাল একটি পারিবারিক দাওয়াত (চুরাবেরানি) খেয়ে জিইসি হয়ে বাসায় ফিরছিলাম।পথিমধ্যে বাসে এক স্কুল বন্ধুর সাথে দেখা।অপ্রত্যাশিত এই সাক্ষাতের শুরুতে বন্ধু আমার বলে উঠল: "অ ভাই কেনে চলর "।প্রতিউত্তরে আমি বললাম: "আঁর যেল্লে মনে হয় এল্লে চইল্লুম,তোর হনো অসুবিধা আছে নে"।দোস্তো আমার রিপ্লাই দেয়ার আগে সিটি বাসের যাত্রীদের মাঝে হাসির রোল পড়ে গেল।সবাই বলে উঠল, কথা তো ঠিক আছে।বন্ধু পুরাই টাশকি খাইলো।সে অ্যাকশন দেখাতে গিয়ে আমার রিঅ্যাকশন দেখে বলার ভাষা হারিয়ে ফেললো। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো গত কয়েক মাস যাবত চট্টগ্রামের তথাকথিত সংলাপ "অ ভাই কেনে চলর"।হাটে-বাজারে, রাস্তাঘাটে,অফিসে সবখানে কুশল বিনিময়ের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই সংলাপ।কেউ হচ্ছে বিরক্ত, কেউ বলছে অতিরিক্ত। কেউ নিচ্ছে মজা,কারো কাছে লাগছে গাঁজা।কেউ বলছে এটা কোন কথাই না।কারো কাছে ভাব প্রকাশের অন্যতম সহজ মাধ্যম। মজা কিংবা গাজা,বিরক্ত কিংবা অতিরিক্ত যাই বলেন না কেন? এটাই চট্টগ্রামের ইতিবৃত্ত।।ভালো লাগুক আর নাই লাগুক এটা আপনার ব্যাপার।এটাই আমাদের ঐতিহ্য,এটাই আমাদের সংস্কৃতি।এভাবে হাজার বছর বেঁচে থাক আমাদের চিটাইঙ্গে ভাষা।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.