বিসিএস ক্যাডার : এক স্বপ্ন


বাংলাদেশের অবস্থায় বিসিএস ক্যাডার সবচেয়ে আর্কষনীয় চাকুরিতে পরিণত হয়েছে। তাই আমাদের সকল স্বপ্নের কেন্দ্র এটি।
অনেকে অনেক ভাবে বিসিএস ক্যাডার হওয়ার টেকনিকগুলো শেয়ার করছেন। আমি এক্ষেত্রে সামান্য কিছু অভিজ্ঞতা অর্জন করেছি কেবল।
সেই সামান্য জ্ঞান থেকে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে ও করবো। আজ কোন টেকনিক নয়। একটি সহজ কথা বলবো।
আমার প্রস্তুতির সময় ও আমি সিনিয়রদের টেকনিকগুলো গ্রহণ করেছি। ৩৩ বিসিএসের প্রশাসন ক্যাডার শ্রদ্ধেয় নাহিদা আক্তার তানিয়া আপু আমাদের অনেক সহযোগিতা করেছেন। তাই আজ ও আমরা কৃতজ্ঞ।
একটি খুব অদ্ভুত ব্যাপার আছে। যেটা মাঝে মাঝে আমাকে শিহরিত করতো।
একদিন এক বড় ভাই পুলিশ ক্যাডার আমাকে বললেন, ইংরেজী শব্দ মনে রাখার জন্য নিজের ভয়েসে রেকডিং করো। তারপর অবসর সময়ে শুনবে। কিন্তু আমি অনেকদিন আগে থেকে তাই করতাম। নিজের মতো করেই আমার এই টেকনিক। কিন্তু ঐ বড় ভাইয়ের সাথে মিলে গেল।
প্রশাসন ক্যাডারের বড়ো ভাই বললেন সংবাদপত্র থেকে কাটিং জমিয়ে লিখবে। যা তারও অনেক আগে থেকে আমি ফলো করছি।
অন্য এক বড়ো ভাই বললেন, বিখ্যাত কলামিস্টদের নাম মনে রাখবে এবং উক্তি লিখে তাদের নাম দিবে। কিন্তু আমার কাছে সকল বিখ্যাত কলামিস্টদের লেখা জমানো ছিলো। এবং তাদের কথাগুলো ই মনে রাখার চেষ্টা করতাম, তাই নিজের উক্তি তাদের নামে লিখতে হতো না। বরং তাদের উক্তি গুলো ই মনে থাকতো সবসময়।
এভাবে আরো অনেক টেকনিক মিলে যেত। আবার অনেক কিছু নতুন ও শিখেছি। এতক্ষন কী বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন?
প্রস্তুতিটা নেয়ার সময় নিজের সর্বোচ্চ সৃষ্টিশীলতা ব্যবহার করবেন। দেখবেন টেকনিক আপনার থেকেই সৃষ্টি হচ্ছে এবং সে টেকনিক আপনার জন্য সর্বোচ্চ মানানসই হবে।
ভাই, চেষ্টাই আসল কথা। চেষ্টা করলে কী না হয়? তবে, একটা মানুষ যা চেষ্টা করতে পারে বলে মনে করেন, তার চেয়ে একটু বেশি করবেন। সফলতা শুধু মাত্র সময়ের ব্যাপার।
পড়ুন, জানুন, ভাবুন, সময় করে রিভাইস দিয়ে রাখুন নিজের পড়াগুলো। এনজয় করুন এই সময়টা। আসলেই অনেক সুন্দর সময়।
ধন্যবাদ ।
Manna Dey
ASP, Bangladesh Police (34th BCS)

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.