একই সাথে রিটেন ও প্রিলি প্রস্তুতি
,
একটু কৌশল করে পড়লে কিছু কিছু
ক্ষেত্রে রিটেন ও প্রিলিরর প্রস্তুতি
হয়ে যায়। যেমন -
১.বাংলা সাহিত্য অংশটি রিটেনের
জন্য পড়লে প্রিলির জন্য হয়ে যায়।প্রায়
হুবহু মিল আছে।
২. বাংলা ব্যাকরণের কিছু অংশ আছে
যার রিটেন পড়লে প্রিলি হয়ে যায়।
যেমন বাক্য শুদ্ধি, বাগধারা, শুদ্ধ শব্দকরন
ইত্যাদি।
৩. ইংরেজি গ্রামারের word তৈরির
জন্য suffix, prefix, transformation of sentence,
structure of sentence ও অন্যান্য নিয়ম পড়লে
রিটেন, প্রিলি দুটোতেই কাজে
লাগবে।
৪.অংক বিষয়টি খুব ভাল যেখানে তা
ডিটেইলস করলে প্রিলি, রিটেনের
জন্য হয়ে যাবে। তাই যারা রিটেনে
অংকের চাপ কমাতে চান তারা
প্রথমেই শর্টকার্ট পড়বেননা। শেষ ১ মাস
প্রিলির আগে শর্টকাট দেখে নিবেন।
৫. বিজ্ঞান রিটেনের জন্য ডিটেইলস
পড়লে প্রিলির জন্য হয়ে যাবে। এজন্য ৯ম
- ১০ম শ্রেনির বিজ্ঞান বইটি পড়তে
পারেন। প্রিলির ১ মাস আগে ওরাকল
পড়ে নিবেন ভাল লাগবে।
৬.বাংলাদেশ ও আন্তর্জাতিকের জন্য
বিভিন্ন সংস্থা যেমন দুদক,টিআইবি,
WTO,ASEAN ইত্যাদি বিষয়ে রিটেনের
জন্য পড়লে প্রিলির জন্য ভাল প্রস্তুতি
হবে।
,
এজন্য আপনাদের রিটেনের বিগত
সালের প্রশ্ন সংগ্রহ করতে হবে।
,
সময়ের একফোড়, অসময়ের দশফোড়। তাই
বসে থেকে লাভ নেই। আর কত দেরি
বিসিএস কান্ডারী?
,
আপনাদেরই শুভাকাঙ্খি
abdur razzaque abr
No comments