Career নিয়ে ভাবনা

Career নিয়ে সবার একটা Tension থাকে । কি লাভ tension করে? tension আরেকটা নতুন Tension –এর জন্ম দিবে । আপনার Career সম্পূর্ণরূপে Depend করে, আপনার উপর । একবার ভাবুন তো, আজ থেকে ৫ বছর পর, আপনি নিজেকে কিভাবে দেখতে চান । একজন BCS Cadre, যেকোন সরকারী চাকুরীজীবী, University এর Professor, Corporate Officer, Banker নাকি সফল ব্যবসায়ী??? সবাইকে যে, একই রকম চিন্তা করবে, তা নাও হতে পারে । আপনার মন বা আপনি কি হিসাবে নিজেকে দেখতে চান, তা বড় বিষয় । এবার ভাবুন তো, আপনি আপনার Career –এর জন্য নিজেকে কিভাবে Prepare করছেন ? আপনার মনে হতে পারে, এই সব কথা-বার্তা তো সবই জানি । তাহলে কতটুকু কাজ করেছেন, নিজের Career গড়ার জন্য । Life –এ বড় কিছু হবার জন্য, স্বপ্নটাও বড় হতে হবে । যখন আপনি স্বপ্ন বড় দেখতে শিখবেন, তখন বড় হবার প্রবল ইচ্ছা আপনার ভিতরে কাজ করবে ।
সবার প্রথমে নিজের Career Goal টা Set করুন । এবার এটাকে Planning করুন । Plan-A, Plan-B & Plan-C । একটা না একটা তো কাজ করবে । Plan-A সফল নাও হতে পারে, সেজন্য Plan-B । আর তা না হলে Plan-C । আর যদি মনে করেন, কোন Plan –ই কাজ করলো না, That means আপনার Planning –টা Perfect ছিল না । নিজের Career টাকে নিয়ে Smartly চিন্তা করুন । এখনকার যুগে Work Hard দিয়ে কিছু হবে না । এটা বইয়ের ভাষা । এখন কাজ করতে হবে Smartly, “Work Smartly” । সবাই যেভাবে চিন্তা করে, আপনি একটু ভিন্ন পথে চিন্তা করুন । স্রোতের বিপরীতে হাঁটুন, কাজে দিবে ।
কোন কিছুর Starting –টা কঠিন হয় । Maximum মানুষ Starting-এ হাল ছেড়ে দেয় । ভাবে, তাকে দিয়ে একাজ হবে না । Dishearten হয়ে যায়, Frustrated হয়ে যায় । Career –এর সবচেয়ে বড় বাঁধা Frustration । Frustration সবারই কাজ করে, But এটাকে Confidence –এ রূপ দিতে হবে ।  যখনই আপনি Frustrated হয়ে যাবেন, তখন মনে রাখবেন, “যা আপনার জন্য সৃষ্টিকর্তা নির্ধারণ করেছেন, তা সাত পাহাড়ের নীচে থাকলেও, তা আপনার কাছে চলে আসবে । আর যা আপনার জন্য নয়, তা দুই ঠোঁটের মাঝে থাকলেও, তা আপনি পাবেন না ” । So সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখুন, নিজের মতো কাজ করে যান । মনে রাখবেন, আপনার জন্য যা better তা, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ ভালো জানেন না । এমনকি আপনিও না । আর সৃষ্টিকর্তা, পরিশ্রমী মানুষকে নিরাশ করেন না । মানুষ অল্পতেই হতাশ হয়ে যায় । ধৈর্য ধরুন, অবশ্যই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে । যেকোন কাজের শেষ পর্যন্ত দেখুন । এমনো তো হতে পারে, আপনি সাফল্যের শীর্ষে এসে হাল ছেড়ে দিয়েছেন । So be Patience, Do Your Work …
আমাদের সকলের lifestyle, life situation, family, career, destination, thinking, feelings, emotion, love, express capabilities, intelligence, patience, smartness এক না । আর এক হতেও পারেন না । মহান আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে আলাদা নিজস্বতা ও স্বকিয়তা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন । আমাদের প্রত্যেকের ভিতর কিছু সুপ্ত প্রতিভা আছে । যারা Life এ successful হয়েছেন, তারা তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগাতে পেরেছেন । আমাদের Thinking আমাদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে । আমরা অনেকেই কোন কিছু করার আগে চিন্তা করি, এটা আমাকে দিয়ে হবে না, এটা impossible । আরে আপনাকে কে বলেছে impossible । আপনি তো impossible বলে একবারও try করলেন না । এমনো তো হতে পারতো কাজটা শুধু আপনাকে দিয়েই হতো, আপনার সুপ্ত প্রতিভা দিয়েই কাজটা possible হতো । আমাদের always negative thinking আমাদের demoralized করে ।
এবার একটু ভাবুন তো আপনার লাইফ এর সবচেয়ে important মানুষ গুলোর কথা, যাদের ছাড়া আপনার life অপূর্ণ । আপনাকে যদি একটি কাঁচের বোতল, কিছু বালি ও কত গুলো মার্বেল দেয়া হয় এবং বলা হয় বালি ও মার্বেল বোতল এর মধ্যে রাখতে তাহলে আপনি কোন টা আগে রাখবেন? বালি না মার্বেল ? আপনি যদি বালি আগে রাখেন তাহলে সব মার্বেল রাখতে পারবেন না । কিন্তু আপনি যদি মার্বেল আগে রাখতেন, তবে মার্বেলের ফাঁকে ফাঁকে বালি দিয়ে Fill-up হয়ে যেত । তাহলে আপনি বালি ও মার্বেল দুটাই কাঁচের বোতলে রাখতে পারবেন । আমাদের Life এ important মানুষগুলো মার্বেলের মতো, বালি হলো আনুষাংগিক বিষয় আর কাঁচের বোতল হলো আমাদের Life । So Life এ কাকে আপনি আগে রাখবেন decision আপনার ।
  আপনি যা decision নেন না কেন, আপনাকে Confident থাকতে হবে । Life successful হবার অন্যতম একটা condition হলো confidence । আপনি যা করবেন, তাতে আপনার Trust থাকতে হবে, Trust in yourself, Trust in your thyself । আপনি যখন decision নিবেন, অনেকেই অনেক রকম কথা বলবে । এরা কখনোই আপনাকে inspire করতে পারবে না, আপনার পথে পথে বাঁধা হয়ে দাঁড়াবে । আমাদের সমাজে এই সব লোকের সংখ্যাটাই বেশি । যখন আপনার কিছু থাকবে না, এরা আপনাকে neglect করবে । আর যখন আপনার অনেক কিছু থাকবে, আপনার position থাকবে, দেখবেন এরাই সবার আগে আপনার কাছে এসেছে, আপনাকে বাহবা দিচ্ছে । এই সব লোকের কাছ থেকে দূরে থাকুন । এদের কথা এক কান দিয়ে ঠুকান, অন্য কান দিয়ে বের করে দেন । যতদিন পর্যন্ত আপনি, আপনার destination এ achieve করতে না পারছেন, চুপ করে থাকেন । আপনার Position, Success সকল কিছুর Answer দিয়ে দিবে । একটা কথা মনে রাখবেন, when you stop, your position will talk ।
Believe in yourself! Have faith in your abilities! Without a humble but reasonable confidence in your own powers you cannot be successful or happy.
বিনয়ী হোন । আপনার বিনয়তা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে । স্রষ্টার প্রতি বিশ্বাস রাখুন । উনি আপনাকে নিরাশ করবেন না । আজ হয়তো উনি আপনাকে কিছুই দেয়নি, কাল যে দিবে না এমন কোন কথা নেই । তাই নিজের Destination এ কাজ করে যান, আর স্রষ্টার কাছে প্রার্থনা করেন, “যেন উনি আপনাকে কাংক্ষিত লক্ষ্যে নিয়ে যান” । মনে রাখবেন, মানুষের life হলো Ups & Downs এর খেলা । আজ আপনি সুখী, কাল আপনি দুঃখী । তাই কারো life এ happiness, Success আগে আসে । আবার কারো পরে । অনুরূপভাবে Life এর sorrowness, pain গুলো কারো life এ আগে আসে, কারো পরে । তাহলে আপনিই decide করুন আপনি কোন টা আগে নিবেন Happiness or Sorrowness ? কারন Life আপনাকে দুটাই face করতে হবে । আগে কিংবা বা পরে । তাই be patience, নিজের লক্ষ্যে কাজ করে যান, success আপনার হবেই, ইনশাল্লাহ ।
Start where you are. Use what you have. Do what you can.

Md. Faisal Hossain
34th BCS Cadre
Assistant District Commandant (ADC)
Bangladesh Ansar & VDP

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.