সহজ উপদেশ

১। তুমি রিকশা চালক হও আমার আপত্তি নাই কিন্তু তোমাকে শহরের সেরা রিকশাচালক হতে হবে।
২।সন্ধার পর বাড়ির বাইরে থাকলে শৃঙ্খলা নষ্ট হয়।
৩।সব সময় সাধ্য মত যাদের দরকার তাদের আর্থিক সাহায্য করবে, কিন্তু তা যেন নিজের আর্থিক নিরাপত্তা নষ্ট না করে।
৪।হাতের কাছে সব সময় একটা বই রাখবে।
৫।একজন বাবার সব চে’ বড় গর্ব হল যখন তিনি তার সন্তান এর পরিচয় এ পরিচিত হন একই ভাবে সন্তান যদি বাবার পরিচয় এ পরিচিত হয় তখন সে অসফল মানুষ।
।৬। মানবিক গুন ছাড়া প্রার্থনার কোন মূল্য নেই
৭। life partner কে শুধু ভালবাসবে না শ্রদ্ধা ও করবে।
৮। নিজের সমস্যার কথা পারতপক্ষে বলবে না, এতে লোকজন তোমাকে পরিত্যাগ করবে।
৯। সব সুড়ঙ্গ শেষ হয় আলো দিয়ে।
১০। নিয়মিত পড়াশুনা ছাড়া ভাল ছাত্র হওয়া সম্ভব নয়।

(কপি)

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.