অদ্ভুত রমনী

"যে মেয়েটাকে মন থেকে ভালোবাসা যায়, কেন জানি তার সবকিছুই সুন্দর লাগে ... জীবনের একটা উপন্যাস কিংবা সিনেমার সব রকম চরিত্রেই তাকে অদ্ভূতভাবে মানিয়ে যায় !!
সে কাঁদলেও তাকে মায়াবতী লাগে ... অশ্রুর প্রথম ফোঁটাটা টুপ করে পড়ে যাওয়ার আগেই আঙুল দিয়ে তার গাল ছুঁয়ে দিতে ইচ্ছে হয় ... সে হাসলে লাগে রূপবতী ... প্রচন্ড রাগ হয়ে সে অগ্নিমূর্তি ধারণ করলেও তার চোখের ভেতর জ্বল জ্বল করতে থাকা উষ্ণ ভালোবাসা খুঁজে পাওয়া যায় !!
প্রেমিকা হিসেবে সে তুলনাহীন একজন ... বউ হিসেবে সে পুরোদস্তুর লক্ষ্মী ... সন্তানের মা হিসেবে সে পৃথিবীর সবচেয়ে মমতাময়ী কেউ !!
কৃষ্ণচূড়ার লাল রংটার চেয়েও তার ঠোঁটের লিপস্টিকের রং তীব্র রকমের সুন্দর লাগে ... তার কপালের টিপটা সরে গেলে পুরো পৃথিবীটাকেই এদিক সেদিক লাগে ... কপালের উপর চলে আসা এলোমেলো চুলের দিকে তাকালে মনে হয়, বিকেলের দখিনা বাতাস এর বয়ে যাওয়াটা বুঝি সার্থক !!
মন থেকে যাকে ভালোবাসা যায়, সেই মানুষটার প্রতি এই অসম্ভব মুগ্ধতাটুকু কখনো কখনো প্রকাশ করার সৌভাগ্য হয় না ... সব ভাষা প্রকাশ করার জন্য শব্দ আছে, কিন্তু মুগ্ধতার ভাষা প্রকাশ করার জন্য কোন শব্দ গোটা পৃথিবীতে নেই !!
মুগ্ধতাটুকু তাই লুকানো থাকে ... খুব গোপনে, বুকের বাম পাশটায়, চিনচিনে ব্যথার মাঝে ... যত্ন করে লুকানো থাকে !!"

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.