আয় বুঝে ব্যয় করুণ
"তুমি যখন একটা মানুষের সাথে সম্পর্কে জড়াবা, তখন তার ভালো দিক এবং খারাপ দিক এই সবকিছুই তোমার সাথে জড়িয়ে যাবে ... মানুষটার ভালো দিকগুলো যেমন তোমাকে ভালো অনুভূতি দিবে, মানুষটার খারাপ দিকগুলো তোমাকে কষ্ট দিবে ... এটাই নিয়ম !!
নিরবচ্ছিন্ন সুখ কোথাও নেই ... একটা মানুষের কাছ থেকে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন, বছরে ৩৬৫ দিন টানা তুমি ভালো ব্যবহার নাও পেতে পারো ... ব্যস্ত পৃথিবীতে এমন অনেক কিছু ঘটতে থাকে, যার কারণে একটা মানুষের মাথা ঠান্ডা থাকে না !!
বেশ অনেক বছর আগে যখন অফিসের পলিটিক্স এর জন্য বাবার চাকরি চলে গেছিলো, বাসায় ফিরে বাবা আমাকে অহেতুক বকাঝকা করছিলো ... আমি অবাক হচ্ছিলাম ... সেই মূহুর্তে আমার ভয়ঙ্কর রাগ লাগছিলো ... আমি প্রত্যুত্তর দিতে যাওয়ার সময় কানের পাশে ফিসফিস করে আমার মা বললোঃ
"একটু চুপ করে থাকো, আমি তোমাকে পরে বুঝায়ে বলতেছি কেন তোমার আব্বু রাগ দেখাচ্ছে !!"
ছোটবেলায় অতকিছু বুঝতাম না ... এখন বুঝি ... আশেপাশের পরিস্থিতির জন্য অনেক সময় মানুষ ভুল আচরণ করে ... জীবনে বহুবার বহু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় !!
এই পরিস্থিতিটা কাছের মানুষগুলোকে জানতে হয়, বুঝতে হয় এবং সেই অনুযায়ী রিঅ্যাক্ট করতে হয় ... এইটুকুন না বুঝলে কাছের মানুষ আর বাইরের অপরিচিত মানুষের মধ্যে কোন পার্থক্য থাকে না !!
যখন তোমার কাছের মানুষটা তোমার সাথে ভুল কোন আচরণ করছে, বুঝার চেষ্টা করো, কেন এমন করছে ... রাগের বিপরীতে রাগ করা কখনোই কোন সমাধান না ... পরে মাথা ঠান্ডা হলে তাকে বুঝাও ... সে বুঝবে !!
শুধুমাত্র কথা কাটাকাটি কিংবা ঝগড়ার কারণে আমি বেশ কিছু সুন্দর সম্পর্ক ভাঙতে দেখেছি ...সম্পর্ক ভাঙ্গার পর যখন মানুষটাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? ... উত্তর আসলোঃ
"ওর অনেক রাগ ... রাগলে উল্টাপাল্টা বলে ... আবার ঠিক হইলে সরি বলে ... এগুলা ভালো লাগে না ... এভাবে থাকা সম্ভব না"
আমি খুব অবাক হই ... রাগ, ঝগড়া, কথা কাটাকাটি - এগুলা ছাড়া সম্পর্ক হয় না কোন ... যেই মা-বাবা এর সাথে আমাদের সবচেয়ে সুন্দর সম্পর্ক, তাদের সাথেও ছোটবেলা থেকে অনেকবার অনেক রাগারাগি, কথা কাটাকাটি হয়ে গেছে ... জীবনে বহুবার চিন্তা করছি, বাসা থেকে চলে যাই ... পারি নাই ... চলে যাওয়া কি এত সহজ ??
যে মানুষটা সামান্য রাগের কারণে, কষ্টের কারণে, তর্কের জন্য কাছের মানুষটাকে কে ফেলে রেখে চলে আসে, সে আসলে কি চায় ?? ... সে নিরবচ্ছিন্ন সুখ চায় ... সে চায়, কেউ কোনদিন তাকে রাগ দেখাবে না ... তাকে কষ্ট দিবে না ... সে একজন ১০০% শুদ্ধ মানুষ চায় ... সে একজন পারফেক্ট মানুষ চায় !!
বিশ্বাস করো, পৃথিবীতে কোন পারফেক্ট মানুষ নেই ... তুমি আজকে মানুষটার সামান্য ভুলের জন্য তাকে ছেড়ে অন্য কোথাও ১০০% সুখ খুজছো ?? ... খুব ভুল করছো !!
তন্নতন্ন করে খুঁজেও তুমি কোথাও কোন পারফেক্ট মানুষ পাবে না ... এই মূহুর্তে তোমার কাছে যাকে পারফেক্ট মনে হচ্ছে, সময় গড়ালেই দেখবে, কোথাও না কোথাও তার কোন দোষ অবশ্যই আছে !!
এই পৃথিবীতে যাকেই তুমি ভালোবাসবে, সে-ই তোমার সাথে ভুল আচরণ করবে ... যার সাথে সম্পর্কে জড়াবে, সে-ই তোমাকে কোন না কোনভাবে কষ্ট দিবে ... ভুল ছাড়া মানুষ হয় না ... কষ্ট ছাড়া ভালোবাসা হয় না !!"
No comments