ইংরেজি থেকে বাংলা অনুবাদের কৌশলঃ

অনুবাদ মানে এক ভাষার শব্দের বদলে অন্য ভাষায় শব্দ সাজানো নয়।বরং মুল ভাব বা বক্তব্য অন্য ভাষায় প্রকাশ করা । তাই ইংরেজি থেকে বাংলা অনুবাদের সময় নিচের কয়েকটি প্রধান দিকের প্রতি লক্ষ রাখা দরকার :
১.অনুবাদ করার সময় নির্ধারিত অংশটুকু মন দিয়ে বারবার পড়ে মূল কথা বোঝার চেষ্টা করতে হবে ।
২.দুর্বোধ্য শব্দ বা বাক্যাংশের অর্থ জানা না থাকলে বক্তব্য বিষয়ের সঙ্গে সংগতি রেখে সম্ভাব্য কাছাকাছি বাংলা শব্দ ব্যবহার করতে হবে । অনুবাদ সম্ভব না হলে দুর্বোধ্য শব্দ বা বাক্যাংশটুকু হুবহু বাংলা বাক্যে ব্যবহার করা যেতে পারে।
৩.ইংরেজি অনেক শব্দের আক্ষরিক বাংলা অনুবাদ সম্ভব নয়।এমন ক্ষেত্রে ভাবানুবাদ করাছাড়া উপায় থাকে না।
৪.মূল্যের বাচ্য ও ক্রিয়ার কাল অনুবাদে অপরিবর্তিত রাখতে হয়।
৫.মূল বাচ্য জটিল বা যৌগিক বাক্য হলে বাংলা অনুবাদের সুবিধার জন্য তা একাধিক বাক্যে ভেঙ্গে অনুবাদ করা ভালো।যেমন:
মূল বাক্য:I know the man who died yesterday is the father of my friend Shabuj.
আড়ষ্ট অনুবাদ : আমি ঐ লোকটাকে জানি যে গতকাল মারা গেছে সে আমার বন্ধু সবুজের বাবা।
সাবলীল অনুবাদ: গতকাল যিনি মারা গেছেন তাঁকে আমি চিনি।তিনি আমার বন্ধু সবুজের বাবা।
৬.মূলের প্রত্যক্ষ ও পরোক্ষ উক্তি অনুবাদে অক্ষুন্ন রাখতে হবে।
৭.ব্যক্তি,স্থান ইত্যাদি সংখ্যঅবাচক বিশেষ্য শব্দের অনুবাদ হয় না।এ ধরনেরে শব্দ বাংলায় প্রতিবর্ণীকরণ করতে হয়।অর্থাৎউচ্চারণ অনুয়ায়ী বাংলায় লিখতে হয়।যেমন:Shakespesre-শেকসপিয়র,Newton-নিউটন,London-লন্ডন।
৮.মূলে পরিভাষা থাকলে অনুবাদে সুপ্রচলিত বাংলা পরিভাষা ব্যবহার করা উচিত।বাংলা পরিভাষা অপ্রচলিত বা দুর্বোধ্য হলে মূল পরিভাষার বাংলা প্রতিবর্ণীকরণ করতে হয়।যেমন:পারিভাষিক শবেদর প্রতিবর্নিকরণি :
Physics-পদার্থ , Adjective- বিশেষণ , Court-আদালত।
পারিভাষিক শব্দের প্রতিবর্ণীকরণ: Television- টেলিভিশন , Computer-কম্পিউটার , Station-স্টেশন।
৯. মূল পাঠে ব্যবহৃত শব্দের একাধিক অর্থ থাকলে অনুবাদে অধিকতর গ্রহণযোগ্য শব্দ বেছে নিতে হয়।
যেমন:
Telephone line-টেলিফোনের লাইন/তার
A fishing line-মাছ ধরার সুতো
Parallel lines-সমান্তরাল রেখা
A bus line-বাস চলাচল ব্যবস্থা
The family line-বংশপরম্পরা।
১০.বাংলা অনুবাদে যেন সাধু ও চলিত রীতির মিশ্রণ না হয় সেদিকে লক্ষ রাখতে হয়।
১১.বাংলা অনুবাদের ভাষা যেন কৃত্রিম বা আড়ষ্ট না হয় ।বাংলা ভাষার মাধুরর্য,সরলতা,স্পষ্টতা,সাবলীলতা ইত্যাদি যেন বজায় থাকে সেদিকে লক্ষ রাখা উচিত।
১২বাংলা ছাঁদের বাক্য রীতি ও ইংরেজি ছাঁদের বাক্যরীতির মধ্যে সুস্পষ্ট পার্থক্য দেখা যায়।তাই অনুবাদ করার সময় ইংরেজি রীতির বাক্যকে বাংলা রীতিতে বদলে নেওয়া উচিত।এ ক্ষেত্রে কয়েকটি লক্ষণীয় দিক হচ্ছে:
ক. ইংরেজিতে কর্তার পর ক্রিয়া ও শেষে কর্ম বসে।পক্ষান্তরে বাংলায় কর্তার পরে কর্ম ও শেষে ক্রিয়া বসে ।
যেমন :
He played football yesterday {কর্তা+ক্রিয়া+ক
র্ম(+অন্য পদ)}
সে গতকাল ফুটবল খেলেছিল ।{কর্তা(+অন্য পদ)+কর্ম +ক্রিয়া}
খ. ইংরেজিতে verb ব্যবহার করতেই হয় । বাংলার অন্য পদে ক্রিয়া পদ ঊহ্য থাকে ।যেমন : The door is open. – দরজাটা খোলা {ক্রিয়াপদ ঊহ্য }
গ ইংরেজি বাক্যে a,an,the থাকলে অনেক ক্ষেত্রে বাংলায় সেগুলো অনুবাদ হয় না ।যেমন: Honesty is the best policy.- সততা মহৎ গুণ।
He knows a lot about the earth, the sun and the moon.
তিনি পৃথিবী,সূর্য ও চন্দ্র সম্পর্কে অনেক কিছুই জানেন ।
ঘ. ইংরেজি বাক্যে অনেক ক্ষেত্রে it, there, may ইত্যাদি বিশেষ রীতি হিসেবে ব্যবহৃত হয় । বাংলায় এগুলো বাদ দিতে হয়। যেমন:
There is a school in our village.- আমাদের গ্রামে একটি স্কুল আছে ।
ইংরেজি বাগধারা বা প্রবাদ-প্রবচন অনুবাদের সময় লাগসই বংলা বাগধারা বা প্রবাদ-প্রবচন ব্যবহার করা উচিত ।যেমন :
As you sow so say you reap .- যেমন কর্ম তেমন ফল।
He has gone to the dogs.- সে গোল্লায় গেছে ।
চ. ইংরেজি বা বংলা প্রশ্নবাক্যের পদক্রম আলাদা । বংলা অনুবাদে বংলা রীতি অনুসরণ করতে হয় ।যেমন :
Are you ill? {ক্রিয়া /সহায়ক ক্রিয়া +কর্তা+…}
আপনি কি অসুস্থ ? {কর্তা + প্রশ্নসূচক অব্যয় +…}
নোটঃ আপনারা শেয়ার করলে আরও ভালো কিছু শেয়ার করার উৎসাহ পাই-- আর কার্টেসি কপি করলে লেখার আগ্রহ নস্ট হয়ে যায় ...
খুব গুরুত্বপূর্ণ ৪০ টি অনুবাদ
----------------------------------------

I continue my letter.It is night, everybody is asleep. I am sitting up late writing to you, before the window.The garden is full of fragrance .The air is warm.
বঙ্গানুবাদ :
আমি চিঠি লিখছি ।এখন রাত, সবাই নিদ্রাচ্ছন্ন । রাত জেগে জানালার পাশে Iবসে তোমার কাছে লিখছি । বাগান সুগন্ধে ভরপুর । বাতাসে উষ্ণতা ।

I am fond of collecting foreign stamps. I have chosen it because it is both interesting and instructive. As one goes on collecting, he becomes in direct touch with geographical , historical and social conditions of various countries . The pictures of various things of interest,rare animals, beautiful sights all these are thought provoking .
বঙ্গানুবাদ :
আমার শখ বিদেশি ডাকটিকিট সংগ্রহ করা । আমি এটা বেছে নিয়েছি কারণ এটা যেমন মজার তেমনি শিক্ষামূলক ।এটা সংগ্রহের ভেতর দিয়েই বিভিন্ন দেশের ভৌগোলিক, ঐতিহাসিক, সামাজিক অবস্থা সম্পর্কে জানা যায় । কৌতূহলজনক বিভিন্ন জিনিস ,দুর্লভ প্রাণী, সুন্দর জায়গার ছবি – সবই চিন্তাকে উসকে দেয় ।

Here is my mother. There is none else like my mother. How affectionate she is to me ! She always takes care of me. If I fall ill, mother grows very anxious.
বঙ্গানুবাদ :
এই আমার মা । আমার মায়ের মতো আর কেউ নেই ।আমার প্রতি তিনি কত না স্নেহশীল ! তিনি সর্বদা আমার যত্ন নেন । আমি অসুস্থ হলে মা বড়ই উদ্বিগ্ন হন ।

Smoking is very harmful .It is expensive too. It pollutes the environment .Those who smoke cannot live long .So, everyone should give up smoking.
বঙ্গানুবাদ :
ধুমপান খুব ক্ষতিকর । সেই সঙ্গে ব্যয়বহুলও । এটি পরিবেশকে দূষিত করে । যাঁরা ধূমপান করেন তারা বেশিদিন বাঁচতে পারেন না । তাই প্রত্যেকের উচিত ধূমপান ত্যাগ করা ।

Cleanliness is a virtue. It is the habit of keeping the body and the other things free from dirts. Without a clean body one can not have a pure mind .Cleanliness keeps health sound . It is also a mark of politeness.Good health keeps mind sound .
(৮৪)
বঙ্গানুবাদ :
পরিচ্ছন্নতা একটি গুণ । শরীর ও অন্য সবকিছু ময়লা মুক্ত রাখার এটি একটি অভ্যাস । বিশুদ্ধ মনের জন্য চাই পরিচ্ছন্ন দেহ । পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষা করে । এটা বিনয়ের লক্ষণ। ভালো স্বাস্থ্য মনকে প্রফুল্ল রাখে ।

Punctuality is to be cultivated and formed into a habit. This quality is to be acquired through all our works from our childhood. Childhood is the seed- time. The habit formed at this time will continue all through our life. ‘ Everything at right time should be our motto.
বঙ্গানুবাদ :
সময়ানুবর্তিতার চর্চা করে একে অভ্যাসে পরিণত করতে হয়।শৈশবকাল থেকেই বিভিন্ন কাজের মধ্য দিয়ে এই গুণ অর্জন করতে হয়।শৈশব হচ্ছে বীজ বপনের সময় । এ সময়ে গড়ে ওঠা অভ্যাসই আমাদের মধ্যে সারা জীবন বজায় থাকে ।আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ‘যথাসময়ে যথা কাজ ।’

Honesty is a noble virtue.It is the secret of success in every sphere of life.The value of honesty is great.It wins love, respect and fearlessness.An honest man passes his days in respect and happiness.Honesty is the best policy.
বঙ্গানুবাদ :
সততা মহৎ গুণ ।জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের গোপন রহস্য হলো সততা।সততার মূল্য খুবই বেশি । সততা দিয়ে ভালোবাসা , শ্রদ্ধাও নির্ভীকতা জয় করা যায় । সৎ ব্যক্তি সুখে ও মর্যাদায় দিন অতিবাহিত করে । সততাই সর্বোৎকৃষ্ট পন্থা ।

In this life there are no gains without pains.Life indeed, would be dull if there were no difficulties. Games lose their interest, if there is no struggle and if is a foregone conclusion.Both winner and loser enjoy a game most if it is closely contested to the last.
বঙ্গানুবাদ :
কষ্ট ছাড়া জীবনে কিছুই অর্জিত হয় না । বস্তুত, বাধা বিঘ্ন না থাকলে জীবন হয়ে পড়ত নিরানন্দ ।খেলায় যদি প্রতিযোগিতা না থাকে তার ফল পূর্বনির্ধারিত হয় , তবে সে খেলা তার মজা হারিয়ে ফেলে । খেলায় শেষ মুর্হত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিত
া তীব্র হলে বিজয়ী এবং বিজিত উভয়েই তা দারূণ উপভোগ করে ।

Students have youth and energy. They are filled with high ideals. They are free from the responsibility of maintaining families.So, it is easy foe them to devote themselves to social service.
বঙ্গানুবাদ :
ছাত্রদের আছে তারুণ্য ও শক্তি। তারা উচ্চ আদর্শে ভরপুর । পরিবার চালানোর দায়িত্ব থেকে তারা মুক্ত । কাজেই, সমাজসেবায় নিজেদের উৎসর্গ করা তাদের পক্ষে সহজ ।
(৮৫)
১০
Our life is short.But we have to do many things.Human life is nothing but the collection of moments.So we must not spend a single moment in vein .To kill time is a shorten life.Time and tide wait foe none.
অনুবাদ :
আমাদের জীবন সংক্ষিপ্ত । কিন্তু আমাদের অনেক কিছু করার থাকে । মানবজীবন কিছু মুহূর্তও আমাদের অকারণে নষ্ট করা উচিত নয় ।সময় নষ্ট করার অর্থ জীবনকে সংক্ষিপ্ত করা ।সময় ও জোয়ার – ভাটা কার ও জন্য অপেক্ষা করে না ।
১১
When Crusoe woke up next morning the sea was quiet and the sky was clear and blue.The ship lay less than half a mile from the shore.He wished he could reached the ship’s side as he had no food and no clothing with him; so he swam out to it and got into the ship’s cabin through a hole in the side.
অনুবাদ :
পরদিন সকালে যখন ক্রুসোর ঘুম ভাঙল তখন সমুদ্র শান্ত, আকাশ নীল এবং মেঘমুক্ত ।জাহাজ তটভূমির আধ মাইলের ও কম দূরে রয়েছে । সে জাহাজের কাছে যেতে চাইল । কারণ খাবার ও পোশাক কিছুই তার কাছে ছিল না । সে সাঁতার দিয়ে জাহাজের পাশের একটি গর্তের মধ্য দিয়ে কেবিনে প্রবেশ করল ।
১২
One of the most famous of the early travelers of the world was Marco Polo. He was born in Venice in 1254. A.D. When Marco was a boy of fifteen his father decided to go to China.Marco was not very strong and was too dedicated to go on such a long journey.But he was brave and persuaded his father to take him with him.
অনুবাদ :
সেকালে পৃথিবীর বিখ্যাত পর্যটকদের মধ্যে অন্যতম ছিলেন মার্কো পোলো ।তিনি ভেনিস শহরে ১২৫৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন । মার্কোর বয়স যখন পনেরো , সেই সময় তার পিতা চীন দেশে যাবেন বলে স্থির করেছিলেন ।মার্কোর স্বাস্থ্য বিশেষ ভালো ছিল না । এই দীর্ঘ ভ্রমণের পক্ষে তা ছিল একেবারেই অনুপযোগী ।কিন্তু তিনি ছিলেন সাহসী ।তিনি পিতাকে তার সহযাত্রী করে নেবার জন্য সম্মত করলেন ।
১৩
Hercules was a great hero.He was once going on his way to an unknown place, when he saw a giant.The giant was even taller than a mountain and was holding the sky on his head. He asked Hercules ,`Who are you and what do you want ?’The hero said,`I am Hercules and am going to the garden of Golded Apples.’
অনুবাদ :
হারকিউলিস ছিলেন একজন মস্ত বীর । একবার এক অচেনা জায়গায় যাওয়ার পথে তিনি এক দৈতকে দেখতে পেলেন । দৈতটি ছিল পাহাড়ের ছেয়ে লম্বা।সে তার মাথা করে আকাশ ধরে রেখেছিল ।সে হারকিউলিসকে জিজ্ঞেস করলেন ,‘তুমি কে?কী চাও “ সেই বীর বলল ,‘আমি হারকিউলিস । আমি সোনালি আপেলের বাগানে যেতে চাই ।’
১৪
Books introduce us with the best society; they bring us into the presence of the greatest mind that have ever lived.We have what they said and did. We see them as if they were really alive. We become participators in their thoughts.We sympathies with them .
অনুবাদ:
গ্রন্থের মাধ্যমে আমরা সর্বোত্তম সমাজের পরিচয় পাই । গ্রন্থ আমাদের শ্রেষ্ঠ মননশীল ব্যক্তিদের অস্তিত্বের কাছে নিয়ে আসে ।আমরা তাদের কথা ও কাজের সম্বেন্ধে জ্ঞাত হই ।আমরা দেখি, যেন তারা সত্যিই জীবিত । আমরা তাদের চিন্তাধারার অংশগ্রহণকারী হয়ে পড়ি। তাদের সঙ্গে আমরা সমব্যাথী হয়ে যাই ।
১৫
Patriotism is love for one’s country. It is powerful sentiment and wholly unselfish and noble. A patriot can sacrifice even his own life for the welfare of his country. It is idealism that gives courage and strength. But false patriotism makes a man narrow – minded and selfish.
অনুবাদ:
নিজের দেশকে ভালবাসাই স্বদেশপ্রেম। এটি একটি প্রবল ভাবাবেগ , যা স্বার্থহীন ও মহৎ ।স্বদেশের কল্যাণ কামনায় একজন দেশপ্রেমিক নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারেন । এটি একটি আদর্শ, যা দেয় সাহস ও শক্তি । কিন্তু মেকি স্বদেশপ্রেম মানুষকে সংকীর্ণমনা ও স্বার্থপর করে তোলে ।
১৬
Honesty is a great virtue. If you do not deceive others, if you do not tell a lie, if you are strictly just and fair in your dealing with others, you are an honest man.Honesty is the best policy. An honest man is respected by all.An honest man is respected by all. No one can prosper in life if he is not honest.
অনুবাদ :
সততা মহৎ গুণ । যদি অপরকে প্রতারণা না কর , মিথ্যা না বল, অন্যের সঙ্গে যথার্থ ও ন্যায়সঙ্গত আচরণ কর , তবে তুমি সৎ ব্যক্তি । সততাই শ্রেষ্ঠ পন্থা । সৎ ব্যক্তিকে সকলে সম্মান করে । কততা ব্যতীত কেউ জীবনে উন্নতি করতে পারে না ।
১৭
Wealth is no doubt necessary for happiness in life. But it is the tendency to be concentrated in the hands of few. The result is the rich become richer and the poor poorer.This is certainly a misuse of wealth.It should be fairly distributed among all so that it may bring happiness to the greatest number of people in the society.
(৮৭)
অনুবাদ :
জীবন সুথের জন্য নি:সন্দেহে ধনসম্পদ প্রয়োজন । কিন্তু এই ধনসম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হওয়ার একটি প্রবণতা থাকে।এর ফলে ধনী হয়ে ওঠে আরও ধনী, আর দরিদ্র হয়ে ওঠে আরও দরিদ্র ।এটা অবশ্যই ধনের অপব্যবহার ।সমাজের বৃহত্তর অংশের সুখস্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য ধনসম্পদের ন্যায্য বন্টন প্রয়োজন ।
১৮
We are living in an age of science. Science has discovered and invented many things. We use them in our daily life for our comfort and convenience. Electricity is one of the greatest and most important gift of science to man.Electricity has almost changed the mode of our life.
অনুবাদ :
আমরা বিজ্ঞানের যুগে বাস করি ।বিজ্ঞানের দ্বারা অনেক জিনিস আবিষ্কার ও উদ্ভাবিত হয়েছে । আমরা দৈনন্দিন জীবনে সেগুলি সুখ – সুবিধার জন্য ব্যবহার করছি । বিদ্যুৎ মানুষের কাছে বিজ্ঞানের শ্রেষ্ঠ উপহার ।বিদ্যুৎ আমাদের জীবনধারাকে অনেকখানি বদলে দিয়েছে ।
১৯
Student life is the stage of preparation for future.This is the most important period of life.A student is young today. But he will be a man tomorrow.He has different duties.He should perform them all.As a students , his first duty is to study and learn. He should be careful to his lessons.
অনুবাদ :
ছাত্রজীবন ভবিষ্যতের প্রস্তুতিপর্ব ।এ সময়টি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় । আজ যে ছাত্র তরুণ ,আগামী দিনে সে হয়ে উঠবে পরিণত মানুষ । তার নানা কর্তব্য আছে । সেগুলি তাকে সুষ্ঠুভাবে পালন করতে হবে । ছাত্রজীবনে তার প্রাথমিক কর্তব্য হচ্ছে অধ্যয়ন ও শিক্ষালাভ ।পড়াশুনায় তার যত্নশীল হওয়া উচিত ।
২০
Computer is the new miracle of science.It can make thousand of calculations in a moment.It can store in its memory millions of facts and figures.It can also recall them at ease. In our country, the use of computer is growing rapidly.Now a day computer is growing rapidly.Now a day computers are used in banks, shops, airlines,offices, libraries, everywhere. It seems that computer is going to dominate the future civilization of man.
অনুবাদ :
কম্পিউটার বিজ্ঞানের এক নতুন বিস্ময় । তা মুহূর্তের মধ্যে হাজার হাজার হিসেব কষতে পারে. লক্ষ লক্ষ তথ্য ও সংখ্যা স্মৃতিপটে ধরে রাখতে পারে এবং অনায়াসেই তা স্মরণ করতে পারে ।আমাদের দেশে কম্পিউটারের ব্যবহার দ্রুত গতিতে বেড়ে চলছে । বর্তমানে ব্যাংক, দোকান, বিমান , অফিস , গ্রন্থাগার সর্বত্র কম্পিউটার ব্যবহৃত হচ্ছে । মনে হয়, ভবিষ্যতের মানবসভ্যতায় কম্পিউটারের ভূমিকা প্রাধান্য লাভ করতে চলছে ।
(৮৮)
Who wrote the song `Happy birthday to you’? Two sisters, Mildred and pattyhill , wrote a song called ` Good morning to you’ in 1893.No one paid much attention to it until someone at a party changed the words to the one we know today.Now it is sung all over the world all through the years.
অনুবাদ:
‘শুভ হোক তোমার জন্মদিন’-এ গানটি কে লিথেছিলেন?১৮৯৩ সালে মিলড্রেড ও প্যাট্রিহিল নামে দুই বোন ‘তোমাকে জানাই সুপ্রভাত’নামে এই গানটি কে লিখেছিলেন?১৮৯৩ সালে মিলড্রেনও প্যাট্রিহিল নামে দুই বোন ‘তোমাকে জানাই সুপ্রভাত’নামে একটি গান রচনা করেছিল।কেউ–একজন এক পার্টিতে গানের কথাগুলো বদলে অধুনা–পরিচিত কথার রূপ না দেওয়া পর্যন্ত তাদের এই গানকে কেউ তেমন গুরুত্ব দেয়নি।বর্তমানে গোটা বিশ্ব জুড়ে সারাবছর গানটি গাওয়া হয় ।
২২
It is very easy to acquire bad habits, such as eating too many sweets or too much food or drinking too many liquid of any kinds, or smoking .The more we do a thing , the more we tend to like doing it , and if we do not continue to do it ,we feel unhappy.This is called the force of habit, and the force of habit should be fought against .
অনুবাদ:
বদ অভ্যাস আয়ত্ত করা খুব সহজ, যেমন অনেক মিষ্টি খাওয়া অনেক বেশি পরিমাণ খাওয়া কিংবা কোনোরকম তরল দ্রব্য বেশি পান করা বা ধূমপান করা । আমরা যতই কিছু- একটা করি ততই সেটা আরও বেশি করা পছন্দ করি । যদি তা করে যেতে না পারি তাহলে অসুখী বোধ করি । একেই বলা হয় অভ্যাসের জোর । এই অভ্যাসের জোরের বিরূদ্ধে লড়াই করা উচিত
২৩
No man can live alone. When we are children the family protects us.When we grow up, we need the help of all the people around us.If you try to live alone, our lives are no other than those of animals.Our father and mother,our teachers,our government,all these train us to do our duty .
অনুবাদ :
মানুষ একা বাঁচতে পারে না।আমরা যখন শিশু,পরিবার আমাদের রক্ষা করে।আমরা যখন বেড়ে উঠি চারপাশের লোকজনের সাহায্য আমাদের দরকার হয়।যদি আমরা একাকী জীবনযাপনের চেষ্টা করি,তাহলে আমাদের জীবন পশুর জীবনের চাইতে আলাদা কিছু হবে না।পিতা–মাতা,শি
ক্ষকমন্ডলী,সরকার–সবাই আমদের কর্তব্য পালনের শিক্ষা দেয়।
২৪
The life of student is a life of preparation, preparation for the struggle of life. To make him well fitted for the struggle,education is necessary.Students of today will lead the nation tomorrow.But if their education is not completed ,would they be able to lead the country to peace and prosperity?
(৮৯)
অনুবাদঃ
ছাত্রজীবন জীবন সংগ্রামের প্রস্তুতির সময় ।সেই সংগ্রামের জন্য তাকে যথাযোগ্য করে তুলতে শিক্ষা দরকার।আজকের ছাত্ররাই আগামী দিনের জাতির নেতৃত্ব দেবে ।কিন্তু তাদের শিক্ষা পূর্ণাঙ্গ না হলে তারা কি দেশকে শান্তি ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবে ?
২৫
He who loves his country is a patriot. The patriots love their country more dearly than their lives.They are ready to lay down their lives for the welfare of their country.Everybody honours them.They live even after their death.
অনুবাদ :
যিনি তাঁর দেশকে ভালোবাসেন , তিনিই দেশপ্রেমিক ।দেশপ্রেমিকরা দেশকে তাঁদের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন । দেশের মঙ্গলের জন্য তাঁরা তাঁদের জীবন উৎসর্গ করতে প্রস্তূত ।সবাই তাদের সম্মান করে ।এমনকি তারা মৃত্যুর পরও বেঁচে থাকেন ।
২৬
The newspaper is a very useful thing. At present we find many newspapers in Bangladesh.News
paper helps the progress of a nation.People are eager to know what is going on in the world.They can know this and that by reading the newspaper.It gives us all sorts of news of our own land as well as foreign lands.
অনুবাদ:
খবরের কাগজ খুবই উপকারী।বর্তমানে বাংলাদেশে আমরা অনেক খবরের কাগজ দেখতে পাই।খবরের কাগজ জাতির উন্নয়নে সহায়তা করে।পৃথিবী জুড়ে কী ঘটেছে,মানুষ তা জানতে আগ্রহী।খবরের কাগজ পড়ে নানা বিষয়ে তারা জানতে পারে।এটা দেশের এবং দেশের বাইরের সবস ধরনের খবর আমাদের দিয়ে থাকে।
২৭
A boy may be very bad at subjects like history, geography and even English. But he may be very clever with his hands; he may be able to make cxcellent models of aeroplane or of trains.If so, he may become a useful teacher at wood work, rather than a unhappy clerk in an office.
অনুবাদ :
কোনো বালক ইতিহাস, ভূগোল এমনকি ইংরেজির মতো বিষয়ে ভালো নাও হতে পারে ।কিন্তু সে বিভিন্ন রকম হাতের কাজে দক্ষ হতে পারে ;সে হয়তো উড়োজাহাজ কিংবা ট্রেনের চমৎকার মডেল তৈরিতে সক্ষম । যদি তাই হয় তবে তার জন্যে হয়তো অফিসের অসুখী কেরানি হওয়ার চেয়ে কাঠের কাজের শিক্ষক হওয়া ভালো ।
২৮
The necessity of learning English cannot be ever–stated. English is an international language.It is essential in our day-to-day activities.We must know English in order to go in for any job.There is hardly any situation where the employees can do without English.
(৯০)
অনুবাদ :
ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা বলে শেষ করা যায় না।ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। আমাদের দৈনন্দিন কাজগুলোতে এটি দরকারি।যে- কোন চাকরির জন্য আমাদেরকে অবশ্যই ইংরেজি জানতে হবে । এমন জায়গা কমই আছে যেখানে কর্মচারীরা ইংরেজি ছাড়া চলতে পারে ।
২৯
Education is the backbone of a nation.No progress can be possible without education. Ignorance is like darkness.So the light of education is necessary for society.Everybody will have to appreciate this truth.Students both boys and girls must be conscious of their responsibility.
Otherwise the nation will not be see the light of hope.
অনুবাদ:
শিক্ষা জাতির মেরুদন্ড।শিক্ষা ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়।অজ্ঞতা অন্ধকারের সমতুল্য।সমাজের জন্য তাই শিক্ষার আলোর দরকার।প্রত্যেককে এই সত্য উপলদ্ধি করতে হবে। ছাত্র- ছাত্রী উভয়কেই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে । তা না হলে জাতি আশার আলো দেখতে সক্ষম হবে না।
৩০
We should bear the courage to say the right thing. We need not not fear men nor care for what others think of us. So long as our purpose is honest, God will be on our side and with his help,we should be able to courage the weak. Thus we shall be able to march in life and search its goal.
অনুবাদ :
ঠিক কখা বলার সাহস আমাদের থাকা উচিত । মানুষকে ভয় পাবার কিংবা অন্যরা আমাদের সম্পর্কে কী ভাবে তা নিয়ে মাথাব্যথার প্রয়োজন নেই ।আমাদের উদ্দেশ্য সৎ হলে সৃষ্টিকর্তা আমাদের পাশে থাকবেন এবং তাঁর সহায়তায় আমরা দুর্বলদের অনুপ্রাণিত করতে সমর্থ হব । এভাবে আমরা জীবনে এগিয়ে যেতে এবং জীবনের লক্ষ্য অনুসন্ধনে সক্ষম হব।
৩১
We have duties to God, to state and to the society.God has created us and placed us on his beautiful earth. We are indebted to our society for the services it renders to us.Our society is like a machine of which we are the parts.We have to play our own part,otherwise the society will not prosper.
অনুবাদ :
সৃষ্টিকর্তা , রাষ্ট্র এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে । সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন এবং এ সুন্দর পৃথিবীতে স্থান করে দিয়েছেন । সমাজ আমাদের যে সেবা দেয় সেজন্য আমরা সমাজের কাছে ঋণী । আমাদের সমাজে এটা যন্ত্রের মতো এবং আমরা এর অংশ । আমাদের প্রত্যেকের নিজ নিজ ভূমিকা পালন করতে হবে । তা না হলে সমাজের উন্নতি হবে না ।
৩২
In our country poverty is a great problem. But we not understand that this plight is our own creation.Most people do not improve their condition with hard labour. They only express regret for their distress and blame their lot for it.
আমাদের দেশে দারিদ্র্য একটি বড় সমস্যা।কিন্তু এই অবস্থা যে আমাদেরই সৃষ্ট তা আমরা উপলদ্ধি করি না ।অধিকাংশ মানুষ কঠোর পরিশ্রমের দ্বারা তাদের অবস্থার উন্নতির চেষ্টা করে না।তাদের অসহায়ত্বের জন্য তারা শৃধু আপসোসই করে না নিজেদের ভাগ্যকে দায়ী করে।
৩৩
Bangladesh exports jute to foreign countries.It brings much money to the country.That is why jute is called the `golden fiber’ of Bangladesh. It is a very useful thing.
অনুবাদ :
বাংলাদেশ বিদেশে পাট রপ্তানি করে । তা দেশে প্রচুর অর্থ বয়ে আনে । এ জন্য পাটকে বাংলাদেশের ‘সোনালী আঁশ ’বলা হয় । এটি খুবই উপকারী দ্রব্য ।
৩৪
Bangladesh is not a very big country. But it is one of the most densely populated countries in the world.More than one hundred and four million people live in this small country.Its population is still on the increase.If the present rate of increase continuous uncontrolled,her population will be doubled within next twenty years.
অনুবাদঃ
বাংলাদেশ খুব বড় দেশ নয়।তবে এটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি। এই ছোট দেশটিতে চৌদ্দ কোটিরও বেশি লোক বাস করে।এর জনসংখ্যা এখনও ক্রমবর্ধমান।জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার যদি অনিয়ন্ত্রিতভাবে ব্যাহত থাকে তবে পরবর্তী বিশ বছরে এর জনসংথ্যা দ্বিগুণ হবে ।
৩৫
A newspaper is a store–house of knowledge.We can know the condition, manners and customs of other countries of the world from newspaper.It is in fact the summary of all current history.It supplies information to all classes of people.The businessman finds the condition of the world market about his goods through newspaper.
অনুবাদ:
সংবাদপত্র হচ্ছে জ্ঞানের ভান্ডার।সংবাদপত্রের মাধ্যমে আমরা পৃথিবীর অন্য দেশের অবস্থা , আচার ও প্রথা সম্পর্কে জানতে পারি ।বস্তুত এটি চলমান ইতিহাসের সংক্ষিপ্ত সার।সর্বশ্রেণির লোকের কাছে এটি তথ্য সরবরাহ করে থাকে । ব্যবসায়ী তার পণ্য সম্পর্কে বিশ্ববাজারের আবস্থা জেনে নেয় সংবাদপত্রের মাধ্যমে ।
৩৬
A good teacher is one of the most important people in any country.Bangaldesh needs good teachers.A good teacher makes lessons interesting. He keeps pupils and students awake.He also makes them confident and proves them clever.Everybody has something valuable in him.A good teacher discovers then treasure hidden inside each student.
অনুবাদ:
একজন ভালো শিক্ষক যে–কোনো দেশেই অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি।বাংলাদেশে ভালো শিক্ষকের প্রয়োজন রয়েছে।ভালো শিক্ষক পাঠককে আকর্ষণীয় করে তোলেন।তিনি ছাত্র-ছাত্রীদের সজাগ রাখেন।তিনি তাদের আত্মবিশ্বাসী এবং চালাক চতুর করে তোলেন।প্রত্যেকের মাঝেই মূল্যবান কিছু থাকে । ভালো শিক্ষক প্রত্যেক ছাত্রের মধ্যে নিহিত সম্পদকে আবিষ্কার করেন ।
৩৭
Our total environment influences our life and our way of living. The main elements of our environment are men, animals, plants, soil, air and water.There are relationships among these elements. When their relationships are disturbed, life becomes difficult and impossible.By keeping the environment safe man can ensure a healthier and happier life.
অনুবাদ :
আমাদের সমগ্র পরিবেশ আমাদের জীবন এবং জীবন পদ্ধতির উপর প্রভাব বিস্তার করে। আমাদের পরিবেশের প্রধান উপাদানগুলো মানুষ,প্রাণী, গাছপালা, মাটি, বাতাস এবং পানি।এসব উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে।যখন এদের মধ্যকার সম্পর্ক বিঘ্নিত হয়,তখন জীবন কষ্টসাধ্য এবং অসম্ভব হয়ে পড়ে।পরিবেশকে নিরাপদ রাখার মাধ্যমে মানুষ স্বাস্থ্যকর ও সুখী জীবন নিশ্চিত করতে পারে ।
৩৮
A merchant who had three daughters was setting out upon a journey , but before he went,he asked each daughter what gift he should bring for her. The eldest wished for pearls,the second for jewels,but the third said,`Dear father,bring me a rose,’Now it is not easy task to find rose being in the middle of winter.Yet as, she was the fairest daughter and very fond of flowers, her father said he would try what he could do.
অনুবাদ :
ভ্রমণে যাবার প্রাক্কালে একজন বাণিক তার তিন কন্যার কাছে জানতে চাইলেন কার জন্য কি আনবেন ।বড়মেয়ে মুক্তা,মেজো মেয়ে জহরত আনতে বলল। কিন্তিু তৃতীয় জন বলল ,‘বাবা আমার জন্য একটি গোলাপ এনো।’এখন মদ্য শীতে গোলাপ পাওয়া্ খুব সহজ কাজ নয়।তবু তৃতীয় জন সবচেয়ে সুন্দরী কন্যা এবং গোলাপপ্রেমী বলে তার বাবা তাকে বললেন যে,তিনি তার সাধ্যমতো চেষ্টা করবেন।
৩৯
A patriot is a man who loves his country, works for it , and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this.They risk their lives because they love the country.They are the best friends of the people.
অনুবাদ:
যিনি নিজের দেশকে ভালোবাসেন,দেশের জন্য কাজ করেন এবং দেশের জন্য যুদ্ধ করতে ও জীবন দিতে ইচ্ছুক তিনিই দেশপ্রেমিক।প্রত্যেক সৈন্য তার দায়িত্ব পালনে বাধ্য,কিন্তু শ্রেষ্ঠ সৈনিকরা এর চেয়ে বেশি কিছু করে থাকেন।দেশকে ভালোবাসেন বলেই তারা জীবনের ঝুঁকি নেন।তারা জনগণের সর্বোত্তম বন্ধু।
৪০
It is impossible to describe the beauty of the Taj Mahal in words.It has been called a dream of marble and a tear drop on the forehead of time but the fairest phases of fail to do justice to the surpassing creation of art. The Taj Mahal is best seen by moonlight when the dazzling white of the marble is mellowed into a dreamy softness.The most charming view, perhaps, is obtained from the palace on the opposite bank of the river.
অনুবাদ :
তাজমহলের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা অসম্ভব । এটাকে বলা হয়ে থাকে ‘মার্বেল পাথরের মধ্যে স্বপ্ন এবং ‘কালের কপোলে এক ফোঁটা অশ্রু;কিন্তু এ চমৎকার শব্দগুচ্ছওে অনন্য শিল্প সৃষ্টির যথাযথ মর্যাদা নিরূপণে ব্যর্থ ।জ্যোৎস্নারাতে যখন মার্বেল পাথরের চোখ–ধাঁধাঁনো শুভ্রতা স্বপ্নময় কোমলতা অবিষ্ট হয় থখনই সবচেয়ে ভালোভাবে তাজমহল অবলোকন করা যায়।সম্ভবত সবচেয়ে চমৎকার শোভা দেখতে. পাওয়া যায় নদীর বিপরীত তীরের প্রাসাদ থেকে।

1 comment:

  1. অনুবাদ চর্চা করার দারুন একটা ওয়েবসাইট এটি তাতে সন্দেহ নাই। এর পাশাপাশি অনুবাদ করার ফ্রি মোবাইল এপস্ গুলো ব্যবহার করে শানিত করে নিতে পারেন নিজেকে। ঘুরে আসতে পারেন www.waystovictory.com এই সাইট থেকে।

    ReplyDelete

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.