দুর্ভাগ্য নাকি সৌভাগ্য!!
"তুমি এই মূহুর্তে যা চাচ্ছো, ওটা না পেলেই তুমি হুট করে বলে বসোঃ
"আমার কপালটা আসলেই খারাপ"
একটু আগেই যে নৌকাতে তুমি উঠতে চেয়েছিলে, কিন্তু কোনভাবে উঠতে পারো নি দেখে আফসোস করছো, সেই নৌকাটা ঘন্টাখানেক পরেই মাঝ নদীতে ডুবে যাবে ... সে খবর তুমি জানো না ... তুমি জানো শুধু হতাশ হতে, কপালের দোষ দিতে !!
খুব করে যে মানুষটার হাত তুমি মুঠোবন্দী করতে চাচ্ছো, একদিন খেয়াল করে দেখলে, তার হাতটা কখনোই তোমার স্পর্শ করা হবে না ... ওটা তোমার ভাগ্যে লেখা নেই !!
হেরে যাওয়ার হতাশায় আর প্রচন্ড ডিপ্রেসনে একাকার হয়ে ঘুমের ওষুধগুলো টুপ করে গিলে ফেলার আগে তুমি জানলেও না, ঐ মানুষটা তোমাকে কয়েক মাস পরেই তীব্র কষ্ট দিয়ে চলে যেতো ... তুমি আসলে বেঁচে গেছো ... উপর থেকে কেউ একজন তোমাকে বাঁচিয়ে দিয়েছে !!
জীবনে সবসময় জিততে হয় না ... মাঝে মাঝে হেরে যেতে হয় ... কোন কোন হেরে যাওয়ার মাঝেই তুমি জিতে যাচ্ছো ... কোন কোন না পাওয়ার মাঝেই অনেক বড় পাওয়া লুকিয়ে আছে ... তুমি দেখতে পাচ্ছো না, তুমি বুঝতে পারছো না !!
এই মূহুর্তে তোমার কাছে যা 'দুর্ভাগ্য' বলে মনে হচ্ছে, ওটা আসলে তোমার সৌভাগ্য ... যদি সত্যিকারভাবে ভালো থাকতে চাও, তাহলে বিশ্বাস করতে শেখোঃ
"যা কিছু হয়, ভালোর জন্য হয়"
ঐ 'ভালো' টার মর্ম তুমি আজকে টের পাচ্ছো না, কালকেও টের পাবে না ... অনেক দিন পরে ঠিকই টের পাবে ... যেদিন টের পাবে, সেদিন আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে একটা কৃতজ্ঞতার হাসি দিতে ভুলে যেও না !!"
--মুশফিক আশিক
No comments