নিজের ইচ্ছার মুল্যায়ন

"একটা রেস্টুরেন্টের মেন্যু পছন্দ না হলে, আস্তে করে টেবিল ছেড়ে উঠে চলে আসো ... ইচ্ছের বিরুদ্ধে সেখানে খাওয়ার কোন মানে নেই !!
"মানুষ কি ভাববে" - এই চিন্তাটাই তোমাকে ভুলের ভেতর, অপছন্দের জগতে, ইচ্ছার বিরুদ্ধে কোন একটা জায়গায় আটকে রাখছে ... এই চিন্তাটা সরিয়ে ফেলো মাথা থেকে ... নিজের ভালোর জন্যই !!
পৃথিবী তোমাকে বলবেঃ
"কম্প্রোমাইজ করো ... স্যাক্রিফাইস করো"
যেখানে তুমি এক ফোঁটাও শান্তি পাচ্ছো না, যেখানে তুমি আগাগোড়া ভুলের অস্তিত্ব টের পাচ্ছো, যেখানে আটকে থাকলে তোমাকে বুকের ভেতর যন্ত্রণা পুষে বেঁচে থাকতে হবে, সেখানে 'কম্প্রোমাইজ' কিংবা 'স্যাক্রিফাইস' শব্দগুলো মানায় না !!
'হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে' - নামক কারাগারে নিজেকে আটকে রেখে আর কত কষ্ট দিবে ??
যেটা ভুল পথ, সেটা ভুল পথই ... সে পথটা মসৃণ হলেও সেটা ভুল পথ ... সেই পথের পাশে সুন্দর ঝর্ণা থাকলেও সেটা ভুল পথই !!
যেটা ভুল মানুষের হাত, সেই হাতের মুঠোয় গতকালও কোন শান্তি ছিল না, আজও কোন শান্তি নেই, আগামীকালও কোন শান্তি থাকবে না !!
যখন তুমি টের পাবে, তুমি ভুল পথে আছো, ঐ মূহুর্তেই সরে আসো ... যখনই টের পাবে, তোমার হাতের মুঠোয় ভুল মানুষের হাত, সরে আসো !!
হয়তো অনেক দেরি করে টের পেয়েছো ... হয়তো অনেকটা পথ হেঁটে চলে এসেছো ... হয়তো অনেকটা সময় পার হয়ে গিয়েছে ... হয়তো অনেক বেশিই ক্ষতি হয়ে গেছে ... তবুও ... সরে আসো ... ভুল জায়গায় আটকে থাকাটা কোন সমাধান না !!
It's Better LATE than NEVER !!"

::--মুশফিক আশিক

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.