বাঘ নিয়ে মজার সব তথ্য
১। সারা বিশ্বে বর্তমানে বাঘের সংখ্যা ৩৮৯০ টি
২। সর্বশেষ হিসেব অনুযায়ী বাংলাদেশ মোট বাঘের সংখ্যা ১০৬ টি
৩। পৃথিবীর মোট বাঘের অর্ধেকের বেশি বাঘ রয়েছে ভারতে ( ২২২৬ টি)
৪। মোট ১৩ টি দেশে বাঘ রয়েছে
৫। বিশ্ব বাঘ দিবস ২৯ জুলাই
৬। বাংলাদেশ ও ভারতের জাতীয় পশু বাঘ
৭। সিংহ ও বাঘিনীর মিলনে হয় লাইগার ( li + ger=liger)
৮। বাঘ ও স্ত্রী সিংহের মিলনে হয় টাইগন ( Ti+gon=Tigon)
৯। আবার বাঘ ও লাইগার এর মিলনে হয় টাইলাইগার
১০। বাঘের সমার্থক শব্দ- ব্যাঘ্র, শের, শার্দুল।
১১। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর জীবনে নিয়ে প্রামাণ্য গ্রন্থ 'ভাটির শার্দুল'
১২। রাষ্ট্রপতিকে ভাটির শার্দুল বলা হয়।
১৩। শেরে বাংলা বা বাংলার বাঘ- এ.কে ফজলুল হক
১৪। শের-এ-মহীশূর বা মহীশুরের বাঘ- টিপু সুলতান
১৫। শেরখান উপাধি ছিল- শের শাহ এর
১৬। মার্কিন বক্সার মাইক টাইসন ও মহীশূরের শাসনকর্তা টিপু সুলতান বাঘ পুষতেন।
১৭। এক কথায় প্রকাশঃ বাঘের চামড়া- কৃত্তি
১৮। বাগধারাঃ বাঘের চামড়া- দুঃসাধ্য বস্তু
১। যেখান বাঘের ভয়, সেখানেই রাত হয়।
২। টাকায় বাঘের দুধ মেলে।
৩। বাঘে ছুলে আঠারো ঘা, আর পুলিশে ছুলে ৭২ ঘা।
৪। বাঘের ঘরে ঘোগের বাসা।
৫। জলে কুমির ডাঙায় বাঘ।
৬। বাঘে মহিষে এক ঘাটে জল।
ভেড়া বা শিয়ালের মত দুইশ বছর বাচার চেয়ে বাঘের মত দুদিন বাচা শ্রেয় - টিপু সুলতান।
লেখকঃ শাকিল মাহমুদ
কৃতজ্ঞতাঃ BCS: Our Goal
No comments