আমরা ডান হাতে লিখি কেন?

-----------------------------
আমাদের মধ্যে অনেককেই আছেন যারা বাম হাত দিয়ে লেখেন। আবার অনেকে ডান হাত দিয়েও লেখেন। ব্যাপারটি আমাদের কাছে কিছুটা অবাক করা, কিছুটা মজার মনে হলেও এ বৈজ্ঞানিক কারণও রয়েছে। আমাদের মস্তিষ্ক দুটি অংশে ভাগ করা যায়। এই দুটি অংশই আকৃতিগতভাবে সমান। কিন্তু দেখা যায়, একটা দিক আরেকটা দিকের তুলনায় বেশি কাজের। মস্তিষ্কের বাঁ আর ডান দিকের মধ্যে বাঁ দিকটাই বেশি কর্মক্ষম। মস্তিষ্কের যে দুটো অংশ, তার এক একটা অংশ দায়িত্ব নেয় শরীরের এক একটা দিকের। মস্তিষ্কের বাঁ দিকের ওপরে শরীরের ডান দিকের দায়িত্ব আর ডান দিকটা ভার নিয়েছে শরীরের বাঁ দিকের। আমাদের মস্তিষ্কের বাঁ দিকটা ডান দিকের তুলনায় বেশি কাজের বলে আমাদের ডান হাতই চলে ভালো। বাঁ হাত নয়। তাই আমরা লেখিই ডান হাতে। অপরদিকে কেউ কেউ বাঁ হাতে লেখে, তার কারণটা হলো তাদের বেলায় মস্তিষ্কের ডান দিকটাই বেশি কাজের।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.