চীনের প্রাচীর কেন তৈরি হয়েছিল?

-----------------------------
চীনের প্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না-এর নাম শুনেছি আমরা সবাই। পৃথিবীর এই দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ২৬৯৫ কিলোমিটার বা প্রায় ১৬৮৪ মাইল, উচ্চতা ৪.৫৭ থেকে ৯.২ মিটার বা প্রায় ১৫ থেকে ৩০ ফুট, চওড়ায় প্রায় ৯.৭৫ মিটার বা ৩২ ফুট। চীনের প্রাচীর তৈরি করা আরম্ভ হয়েছিল ২২১ খ্রিস্টপূর্বাব্দে আর শেষ হতে লাগে প্রায় ১৫ বছর। তৈরি হয় ইট আর পাথর দিয়ে। প্রশ্ন হলো, এ রকম একটা বিকট আকৃতির প্রাচীর তৈরি করার প্রয়োজন কেন হয়েছিল? মাঞ্চুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই গ্রেট ওয়াল অফ চায়না তৈরি করা হয়েছিল। বর্তমানে প্রাচীর ঐতিহ্য বলে রক্ষার ব্যবস্থা করা হলেও প্রাচীরের অনেক জায়গা এখনও কিছু কিছু ভাঙা। আর চীনারা নিজেরাই তো প্রাচীরের বাইরে চাষ-বাস আরম্ভ করেছে।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.