ওভার কনফিডেন্স ক্ষতিকর
কনফিডেন্স থাকা ভাল কিন্তু অতিরিক্ত ধারন করা বোকামীর সামিল।আর কারো পরামর্শ তোয়াক্কা না করে নিজেরটা জায়েজ করা হতবুদ্ধিতার লক্ষণ। এ জন্য লোকে বলে, " বুদ্ধিমানের বুদ্ধির শেষ আছে, কিন্তু বোকার বোকামির শেষ নেই"।বিষয়টাকে টেনে আনার কারণ রিক্সাযোগে বাসায় ফেরার পথে এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম।ষোলশহর এলাকায় এক মহিলাকে দেখে চক্ষু চড়কগাছ।কারন তাকে দেখে অবাক হওয়ার বদলে হতবাক হলাম যে এত মোটা মানুষ থাকে নাকি এই ভেবে ( মহিলাকে ছোট করার জন্য বলছি না, আসলে যে কেউ দেখলে অবাক হবেন)।তো মহিলা সম্ভবত চান্দগাঁও আবাসিক এলাকায় যাবেন এজন্য রিক্সা ভাড়া করছিলেন।কিন্তু কেউ তারে নিতে চায় না,নিলেও ভাড়া বেশী বলে।শেষমেশ একজনকে রাজী করল ৭০টাকা ভাড়ার বিনিময়ে। অবশ্য তারে আমি পাশে থেকে ইশারা করেছিলাম মহিলাকে তার রিক্সায় না নেয়ার জন্য রাস্তার দূরাবস্তা দেখে।আর মহিলা চাইলে ফোর স্ট্রোক নিয়ে নিলে তো পারে।নজোয়ান রিক্সাওয়ালা আমার কথা না শুনে (অনেকে তাকে আমার মত ইশারা দিয়ে বারণ করেছিল) তারে নিয়া গন্তব্যে রওনা হল।আমিও রিক্সাযোগে তার পিছু পিছু ছিলাম। ফরেস্ট গেইট এলাকায় জ্যামের মধ্যে যখন রিক্সা টেনে নিয়ে যাচ্ছিল তখন নজোয়ান রিক্সাওয়ালার অবস্থা খুবই করুণ। কারণ এরকম খারাপ রাস্তায় এত মোটা মানুষকে নিয়ে রিক্সা চালালে, যা হওয়া উচিত তাই হয়েছে মানে রিক্সার পিছনের চাকা দুইটা লিক হয়ে গেছে।
তখন আমি বললাম: আমি আগেই বলেছিলাম, সাবধানতার মাইর নাই।
মহিলা:: কি অসভ্য ছেলে?
আমি::ম্যাম আমি অসভ্য হয়ে সত্যি কথা বললাম,এখন আপনি সভ্য হয়ে রিক্সা থেকে নেমে পড়েন।
মহিলা:: কেন?
আমি:: ওর পেটে তো আপনি লাথি মারলেন।
মহিলা::কি বলতে চাও তুমি?
আমি::ওর গাড়ীর পিছনের চাকা দুইটা লিক হয়ে গেছে।
মহিলা:: কি বল? কেমন করে?
আমি::এটা আমি কেমনে বলব।এটা আপনিই ভাল জানেন।
(আমার রিক্সাওয়ালা পোকলা দাঁত দেখিয়ে মুচকি হাসে)
মহিলা চোখ দুটো নিচের দিকে তাকিয়ে নজোয়ানে প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রস্থান করে।আর নজোয়ান কপালে হাত দিয়ে বসে পড়ল।আর আমারে বলে, ভাই ক্যান আপনের কথা শুনি নাই।আমি বললাম, "আগেই বলেছিলাম সাবধানতার মাইর নাই"।।
No comments