নিঃসঙ্গ তুমি

কিছু কিছু মানুষ তোমাকে তাদের জীবনে টমেটো সস হিসেবে ব্যবহার করবে। তাদের জীবনে একটা সিঙ্গারা ফিক্স থাকে। তুমি শুধু তাদের সিঙ্গারার টেস্টটা বাড়াচ্ছো।তাদের বা তার কাছে তোমার একক কোন অস্তিত্ব নাই।তুমি তাদের জীবনের গুরুত্বপূর্ণ কেউ না, তুমি আবশ্যকও না, তুমি দরকারিও না। তুমি শুধুই একটা "হইলে ভালো, না হইলেও চলে।কারন ওরা জানে, না চাইলেও তুমি ওদের কেয়ার করবে।ওরা এটাও জানে তুমি তাদের বা তাকে নিঃস্বার্থভাবে ভালবাস।কিন্তু তুমি যদি তাকে জিজ্ঞেস কর,তোমাকে ভালবাসে কিনা? সে হ্যাঁ ও বলবে না, নাও বলবে না।জাস্ট তোমাকে ঝুলিয়ে রাখবে।দিন শেষে, তুমি বড় একা মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর মত।বড় একা, বড় একা।।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.