শুধু তোমাকেই

ভালবাসা মানে তুমি আর আমি।এখানে পার্থক্য কোথায় জানো?..তোমার জীবনে একটা "তুমি" দরকার আর আমার জীবনে শুধু "তোমাকেই" দরকার।হয়তো বা তোমার কাছে আমি হাজারো তুমি 'র মত "একটা তুমি"।কিন্তু আমার কাছে "তুমি একটাই"।
"একটা তুমি"কে ১০০টা তুমি দিয়ে Replace করা যায়।আর "তুমি একটাই" মানে গোটা পৃথিবী,  তুমি একক কিংবা তুমি অন্য কারো মত না বা অন্য কেউ তোমার মত না।তোমার তুলনা তুমিই।এই "তুমি একটাই"কে অন্য তুমি দিয়ে Replace করা যায় না, যাবে না।
তোমার চেয়ে ভালো কাউকে লাগবে না।তোমার চেয়ে খারাপ কাউকেও লাগবে না।"তোমার মত"ও কাউকে লাগবে না।আমার শুধু তোমাকেই লাগবে,শুধুই তোমাকে।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.