৬ টি শিষ্টাচার

আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন ৬ টি শিষ্টাচার নিয়ে আপনাদের কিছু জানাতে চাই:

১. মিটিং, ট্রেনিং সেশন বা ক্লাসরুম এ ফোন এর রিংগার এর  অপসন সাইলেন্ট এ রাখুন.

২. ধরুন আপনি একটি দরজা ক্রস করছেন , তখন যদি কেও আপনার পিছনে আসেন তবে দরজাটি ধরে রাখুন যতক্ষন পর্যন্ত না লোকটি দরজা দিয়ে প্রবেশ করে বা বাইরে যায়.

৩. আমরা হাসি মাখা মুখ দেখতে পছন্দ করি, তাই হাসি মাখা মুখে থাকতে চেষ্টা করতে হবে আমাদের . মনে রাখবেন, মানুষ ই একমাত্র জীব যারা হাসতে জানে.
৪. সারাদিনে ৫ টি ম্যাজিক ওয়ার্ড ব্যবহার করবেন, থ্যাংক ইউ, ওয়েলকাম এক্সকিউজ মি , সরি এবং প্লিজ . এই সিম্পল ওয়ার্ডগুলি ব্যবহার করলেই আপনার জীবনে সেটা ম্যাজিক এর মতো কাজ করবে.

৫. মনে করেন, আপনি একটি পার্টি তে আছেন, সবসময় আপনার ফোকাস থাকবে আশেপাশের মানুষের উপর অর্থাৎ সামাজিক অনুষ্ঠানে সকলের সাথে পরিচিত হবেন এটা একদিকে যেমন আপনার কনফিডেন্স বাড়াবে অন্যদিকে আপনাকে অন্যের কাছে তুলে ধরতে পারবেন.

৬. একজন মনোযোগী  শ্রোতা একজন ভালো বক্তার চেয়েও বেশি জনপ্রিয় হতে পারে. আমাদের একটা বদঅভ্যাস আছে একজন কথা বলতে থাকলে অন্যজন তার কথাকে কেড়ে নেয় . এটা কখনোই করা উচিত না, বরং  তাকে প্রথমে শেষ করতে দেয়া উচিত.

courtesy:  Oditi

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.