স্বার্থপর ::পৃথিবীর আজব প্রাণী
স্বার্থপর মানুষগুলো কখনো কাউকে স্থায়ীভাবে তাদের জীবনে জায়গা দেয় না।এরা একসময় খুব করে তোমাকে মূল্য দেবে,এরপর তোমার চাইতে ভাল কাউকে পেলে তোমাকে ছুড়েঁ ফেলে নতুন কাউকে জায়গা দেবে।ভাবছ কেন এমন হয়?আসলে এরা এরকমই।এদের তুমি কোন নিদিষ্ট ফ্রেমে ফেলতে পারবে না।গিরগিটির মত রঙ পাল্টায় এরা।তুমি যতই ভালো হও,স্বার্থপর মানুষের কাছে তুমি প্রয়োজনের বাইরে কিছুই না।সামাজিক জীব হিসেবে এদের সাথে মিশা যায়,কিন্তু ভালবাসা যায় না।কারন ভালবাসা পাওয়ার নুন্যতম যোগ্যতা এদের নেই।হয়তো পৃথিবীতে আল্লাহ এদের আজব প্রাণী হিসেব পাঠিয়েছে কোনটা স্বার্থ আর কোনটা স্বার্থপরতা তা তফাৎ করার জন্য।।
No comments