কেউ ব্যস্ত না::সুশান্ত পাল
কেউই ব্যস্ত না। It's all about priority! So, before expecting, think twice, why you should expect.
সময় নেই, তা নয়। সময় আছে, কিন্তু সেটা আপনি কেন পাবেন?
কেউ আগে সময় দিত, এখন আর দেয় না? ভেবে দেখুন তো, আগে কেন দিত?
কেউ আগে সময় দিত না, এখন দেয়? ভেবে দেখুন তো, এখন কেন দেয়?
আমি ওর সময়টা পাবোই পাবো! এটা মনে আসে? Stop expecting, kid! আপনি ভাবছেন এমন করে। ও কি ভাবছে? ও আসলে কী ভাবছে? আপনার ভাবনার দায়টুকু কেউই নেবে না, সত্যি বলছি, কেউই না! নিজের সুখের দায়িত্বটুকু নিজের কাঁধেই রাখুন না! অনেক ভাল থাকবেন ওতে!
একা থাকতে শিখুন, একলা চলতে শিখুন, একা মরতে শিখুন। দেখবেন, বড় ভাল আছেন। কিছুই এক্সপেক্ট করবেন না, একেবারে কিছুই না। সামান্যটুকু পেলেও সেটাকে দারুণ মনে হবে! কে কী করছে, কীভাবে আছে, সেসব নিয়ে একটুও ভাববেন না। নিজেরটা নিয়েই দিব্যি থাকুন না! আরেকজনের জীবনটা কেমন হবে, সেটা ঠিক করে দেয়ার আপনি কেউই না! বিশ্বাস করুন, পৃথিবীতে কেউই ভুল করছে না। যদি ওরকম করে ভাবেন, তবে আপনি ভুল করছেন। আপনার ওইখানে বৃষ্টি হয়, আমার এইখানে হয় না। আপনি বলবেন, বৃষ্টি ভাল। আমি বলবো, বৃষ্টি ছাড়াও তো খারাপ না। কী দরকার আমারটা নিয়ে আপনার বলার? থাকুন না আপনি আপনারটা নিয়ে! পৃথিবীতে সবাই যে যার মতো করে ভাল থাকে, ভাল থাকাটা শিখে নেয়।
No comments