বড়লোকী ভাগ্য

বড়লোক হওয়ার চাইতে বড়লোকের ছেলে কিংবা বড়লোকের বউ হওয়া অধিক আরামের ব্যাপার। কারণ, ওদের ভাবও বেশি, চিন্তাও কম। বড়লোকি দেখানো কিংবা ভোগ করাটা তো সহজ। ওতে কৃতিত্ব নেই, বড়োজোর ভাগ্য আছে। অবশ্য, বেশিরভাগ বড়লোকের ছেলে কিংবা বউ যথার্থ শিক্ষা এবং বিনয়ের অভাবে ভাগ্যকে কৃতিত্ব বলে বিশ্বাস করেই জীবন কাটিয়ে দেন। ভাগ্য আর কৃতিত্বের মধ্যকার পার্থক্য যে যত ভালোভাবে উপলব্ধি করতে পারে, সে তত সম্মান নিয়ে বাঁচতে পারে।

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.