নির্ভরশীলতা::মুশফিক আশিক
"প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার জন্য যদি তোমার কোন নির্দিষ্ট কন্ঠ শোনার দরকার হয়, সেটা এক ধরণের নির্ভরশীলতা ... বিকালের সময়টা পার করতে যদি তোমার কারো সঙ্গ দরকার হয়, সেটা নির্ভরশীলতা ... কারো মেসেজ না পেলে যদি তোমার রাতে ঘুম না আসে, সেটাও মানুষটার উপর তোমার নির্ভরশীলতা !!
সকাল, দুপুর, বিকেল সবসময়ই যেমন ছিলো, আছে, থাকবে ... কিন্তু তোমার পাশে যে মানুষটা ছিল, আছে, সে নাও থাকতে পারে ... মানুষ সরে যায় ... বদলে যায় ... চলে যায় ... মানুষের সবচেয়ে নিষ্ঠুর অভ্যাস হলো "চলে যাওয়া" !!
তুমি যার উপর নির্ভরশীল, সে মানুষটা চলে গেলে তুমি ভয়াবহ রকমের শূন্যতায় ভুগবে ... সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দিনের প্রতিটা মূহুর্তে, প্রতিটা কথায় আর কাজে তুমি মানুষটাকে খুঁজবে, অভাব বোধ করবে আর একটু একটু করে কষ্ট পাবে !!
খেয়াল করলেই টের পাবে, তুমি আসলে তুমি নেই ... তুমি একটু একটু করে নিজেকে টুকরো টুকরো করে মানুষটাকে দিয়ে দিয়েছিলে ... মানুষটা সেই টুকরোগুলো নিয়ে চলে গেছে ... তুমি একটা ভাঙ্গা আয়নার মত মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছো ... সে আয়নায় তোমার মুখটা কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না !!
সত্যি সত্যিই যদি ভালো থাকতে চাও, একা থাকতে শেখো, একা বাঁচতে শেখো ... একটা মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে আছো, বেশ ভালো ... এর মাঝেও নিজেকে একটু সময় দেও ... নিজেকে ভালোবাসতে শেখো ... অন্যের কাছে নিজেকে সঁপে দিয়ে পুরোপুরি নিজেকে হারিয়ে ফেলো না !!
মাঝে মাঝে একাকীত্ব উপভোগ করতে শেখো ... যদি একাকীত্ব উপভোগ করতে পারো, তুমি ভালো থাকবে ... যত যাই হোক, তুমি আর দশটা মানুষের চেয়ে জীবনে কষ্ট কম পাবে !!
মানুষকে ভালোবাসো, তীব্রভাবে ভালোবাসো ... কিন্তু কারো উপর ১০০% নির্ভরশীল হইও না !!
নির্ভরশীল হয়ে পড়া মানুষগুলোই পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষ ... নির্ভরশীল হয়ে পড়া মানুষগুলোই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় !!
No comments