মানুষের কি দোষ?:::মুশফিক আশিক

"একটু খেয়াল করলেই দেখবে, তুমি যখন একটা মানুষের প্রতি তীব্র রকমের ভালোলাগা অনুভব করবে, তখন তাকে পাওয়ার জন্য তোমার অস্থিরতাটুকু তোমাকে অন্ধ করে দিবে ... তখন মানুষটাকে ভালোলাগার বিপরীতে সব রকমের যুক্তি কিংবা কঠিন বাস্তবতা - এই সবকিছু তোমার কাছে অর্থহীন মনে হবে !!
তোমার চারপাশের মানুষগুলো তোমাকে এটা সেটা বুঝাতে চাইবে ... সেই বুঝানোর ভেতর অনেক সত্যি কথা থাকবে, সেই কথাগুলোতে অনেক যুক্তি থাকবে ... কিন্তু তাদের কোন কথাই তখন তোমার শুনতে ইচ্ছে হবে না ... মানতে ইচ্ছে হবে না !!
তোমার কাছের বন্ধুটা তোমাকে যখন বলবেঃ
"ওটা আসলে "মোহ" ছাড়া কিছুই না !!"
তাকেও তুমি তখন বিশ্বাস করবে না ... উড়ে এসে জুড়ে বসা তীব্র অনুভূতিটাকেই তোমার তখন "ভালোবাসা" মনে হবে ... তোমার মনে হবে, তুমি আর তোমার ভালোলাগার মানুষটাই ঠিক ... বাকি সবাই ভুল ... পুরো পৃথিবীটাই ভুল !!
তারপর একদিন তুমি টের পাবে, আসলে তুমিই তাড়াহুড়ো করতে গিয়ে বড় রকমের একটা ভুল করে ফেলেছিলে ... সেই ভুল শুধরানোর উপায় আর নেই ... জীবনে কোন UNDO বাটন নেই যে !!
তোমার তীব্র অনুভূতিটা মোহ নাকি ভালোবাসা, ওটা বুঝার জন্য বেশি অপেক্ষা করতে গেলেও মাঝে মাঝে দেরি হয়ে যায় ... একটু একটু করে অনেক দিন ধরে স্বপ্ন সাজানোর পর সেই স্বপ্ন ভেঙ্গে গেলে ভয়াবহ কষ্ট লাগে ... সবকিছু সাজিয়ে গুছিয়ে স্টেশনে আসার পর দেখা যায়, ট্রেনটাই চলে গেছে ... বড্ড দেরি হয়ে গেছে যে !!
বড্ড বেশি বিচিত্র মানুষের মন ... বড্ড বেশি বিচিত্র তার ভেতরে বাসা বেঁধে থাকা সব অনুভূতিগুলো ... অনুভূতিগুলোকে অল্প সময়ে চেনা যায় না ... খুব তাড়াতাড়ি চিনতে গেলে আবার ভুল হয়ে যায় ... বেশি সময় নিয়ে চিনতে গেলে ভালোবাসার মানুষটাই হাত ফসকে চলে যায় !!
মানুষের কী দোষ ... মানুষের তো কোন দোষ নেই ... ভুল মানুষ, ঠিক মানুষ, তাড়াহুড়ো, অপেক্ষা, দেরি আর অবুঝ অনুভূতিগুলোর ভীড়ে মানুষ একটু বেশিই অসহায় !!"

No comments

Featured post

একনায়িকাতন্ত্র

আমার বুকের ভেতরের "মন" নামক রাষ্ট্রে ভালোবাসার অজুহাতে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, তার নাম একনায়িকাতন্ত্র। নায়িকার ইচ্ছেমতো...

Powered by Blogger.