মানুষ ও মানুষের দেহ সম্পর্কে 30টি মজার
মানুষ ও মানুষের দেহ সম্পর্কে 30টি মজার ও অদ্ভুত তথ্য ...
একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘন্টায় যা করে:
(ক) ২৩,০৪০ বার শ্বাস প্রশ্বাস নেয়
(খ) ৭,৫০০ লিটার রক্ত পাম্প করে
(গ) প্রতিরাতে গড়ে ১-১.৫ মিনিট স্বপ্ন দেখে
(ঘ) হৃৎপিণ্ড ১,৩০,৬৮০ বার স্পন্দিত হয়
(ঙ) গড়ে প্রায় ৪,৮০০ টি কথা বলে
(চ) ১ সের ২ ছটাক পানি পান করে
(ছ) মাথার মগজের ৭০ লক্ষ কোষ কোন না কোন কাজ করে
(জ) মাথার চুল ০.০১৭১৪ ইঞ্চি বাড়ে
(ঝ) সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা ১ সে.মি. হ্রাস পায়
অন্যান্য মজার তথ্য:
-------------
* মানব শরীরে ৭০% পানি ও ১৮% কার্বন রয়েছে
* একজন মানুষের হৃৎপিন্ড তার মুষ্টিবদ্ধ হাতের সমান
* হৃৎপিন্ড যেমনটা ভাবা হয় বুকের বামদিকে আসলে তা নয়। এটা মাঝখানেই তবে বামদিকে এক-তৃতীয়াংশ প্রসারিত।
*মানুষের শরীরে গিরার পরিমাণ ১০০ টি.
* চোখের একটা পলক ফেলতে ০.৪ সেকেন্ড সময় লাগে।
* মাথায় প্রতিদিন প্রায় ১০০ টি চুল গজায়।
* সুস্থ্ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭ মাইল।
* একজন মানুষের গড় ক্ষমতা ০.১৪৩ অশ্ব ক্ষমতা।
* স্বাভাবিক ভাবে বেঁচে থাকলে মানুষ সাধারণত ২,৫০,০০,০০০ বার কাঁদে।
* মেয়েদের চেয়ে ছেলেদের নখ দ্রুত বাড়ে।
* একজন মানুষের সারা জীবনের হাতের আঙ্গুলের নখের বৃদ্ধিপ্রাপ্ত মোট দৈর্ঘ্য গড় হিসেবে ২৮ মিটার।
* জন্মের প্রথম বছরে একটি মানব শিশুর মুখ থেকে প্রায় ১৪৬ লিটারের সমপরিমাণ লালা নিঃসৃত করে।
* জন্মের প্রথম দুই বছরে একটি মানব শিশু হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কি.মি. দূরত্ব আতিক্রম করে।
* একজন মানুষ প্রতিদিন ৬ ঘন্টা ঘুমালে সে যদি ৫০ বছর বাঁচে তবে তার জীবনের ১২.৫ বছর ঘুমের মধ্যে কাটায়।
আরো অসাধারণ কিছু মজার তথ্যঃ
--------------------------------
১. একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ। অর্থাৎ ৬৫ কেজি ওজন মানুষের রক্তের পরিমাণ হল ৫ কেজি।
২. দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত কণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।
৩. রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বাঁচে।
৪. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।
৫. একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।
৬. কোন অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় ২০০ মাইল বেগে প্রবাহিত হয়।
৭. দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে।
৮. একজন শিশুর জন্মের সময় হাড় থাকে ৩৫০ টি।
৯. একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে।
১০. একজন মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে ২০ বর্গফুট।
১১. একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।
১২. মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে ৭ টি বড় জাতের কেক তৈরি সম্ভব।
১৩. মানুষের শরীরে ৬৫০ টি পেশী আছে। কোন কোন কাজে ২০০ টি পেশী সক্রিয় হয়। মুখমন্ডলে ৩০ টির বেশী পেশী আছে। হাসতে গেলে ১৫ টির বেশী পেশী সক্রিয় হয়।
১৪. একস্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ঐ স্থানে ফিরে আসতে একটি রক্ত কণিকা ১,০০,০০০ কিমি পথ অতিক্রম করে অর্থাৎ ২.৫ বার পৃথিবী অতিক্রম করতে পারে।
১৫. আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।
No comments